কলকাতা, 12 অগস্ট: কলকাতা পুলিশের ইতিহাসকে সাফল্যের সঙ্গে নিজে হাতে ধরে দাঁড়িয়ে রয়েছে বাহিনীর নিজস্ব সংগ্রহশালা (Kolkata Police Museum) । করোনা আবহে কেমন আছে এই ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী বাড়িটি ? ঘুরে দেখল ইটিভি ভারত ৷
ইতিহাসকে সঙ্গে নিয়ে কলকাতার বুকে বেশ কয়েক বছর ধরে 113 নম্বর রিপন স্ট্রিটের উপর প্রায় 2000 বর্গফুট জায়গা জুড়ে দাঁড়িয়ে রয়েছে কলকাতা পুলিশের ঐতিহ্যবাহী পুলিশ মিউজিয়াম বা পুলিশ জাদুঘর । নগরপাল হিসাবে দায়িত্ব নিয়েই পুলিশ সংগ্রহশালাকে নিয়ে একাধিক উল্লেখযোগ্য উদ্যোগ নেন সৌমেন মিত্র । শুধুমাত্র টিকিট বিক্রি করে যে সংগ্রহশালা রক্ষণাবেক্ষণের খরচ উঠবে না, তা বিলক্ষণ বুঝেছিলেন তিনি । ফলে এখন বিল্ডিংয়ের নিচে পুলিশ মিউজিয়াম, আর উপরে বিস্তর জায়গা জুড়ে রয়েছে ক্যাফেটেরিয়া ।
মূলত শহর তথা শহরতলির মানুষ যাতে এই পুলিশ জাদুঘরে এসে জ্ঞান লাভ করতে পারেন, সেই উদ্দেশ্যেই সেখানে তৈরি করা হয়েছে একটি গ্রন্থাগারও । ঠিক করা হয়েছিল, শহরের একাধিক স্কুলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে এই পুলিশ সংগ্রহশালাতে ছাত্রছাত্রীদের নিয়ে এসে দেওয়া হবে কলকাতা পুলিশের ইতিহাসের পাঠ । কিন্তু করোনা কালে এই সবকিছুই বন্ধ । শুধু সাধারণ মানুষের জন্য খোলা এই পুলিশ জাদুঘরের একাংশ ।
আরও পড়ুন:Bimal Gurung-Binay Tamang : বিনয়ের সঙ্গে রাজনৈতিক আলোচনা হয়নি, জানালেন বিমল গুরুং
কলকাতা পুলিশের জাদুঘরে প্রশাসনিক দায়িত্বে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, ধীরে ধীরে এই পুলিশ জাদুঘরের শোভা বৃদ্ধি করার কাজ চলছে । তবে করোনার পর সাধারণ মানুষের আসা আগের তুলনায় অনেকটা হ্রাস পেয়েছে ৷