পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভাড়া বাড়বে ? এক্সপার্ট কমিটির সঙ্গে বাস মালিকদের বৈঠক নিষ্ফলা - বাস ভাড়া বাড়ানোর দাবি

রাজ্য পরিবহন দপ্তরের এক্সপার্ট কমিটি ও বাস মালিক সংগঠনের বৈঠকে ভাড়া বৃদ্ধি নিয়ে হল না কোনও মীমাংসা। গতকালও বাস মালিকদের ফিরে যেতে হল খালি হাতেই ।

kolkata
এক্সপোর্ট কমিটির উপর কি আস্থা হারাচ্ছে মালিকপক্ষ? ভাড়া বৃদ্ধি নিয়ে জোর জটিলতা

By

Published : Jun 20, 2020, 10:25 AM IST

কলকাতা,20 জুন : সমস্যা অনেক । মূলত পুরানো ভাড়ায় কম সংখ্যক যাত্রী নিয়ে বাস চালালে থাকছে না আয় ও ব্যয়ের মধ্যে সমতা ৷ এই কথা আগেই জানিয়েছে রাজ্যের বাস মালিক সংগঠনগুলি । এর উপর বেড়েছে জ্বালানির দাম । এই সমস্যার স্থায়ী সমাধান খুঁজতে এক্সপার্ট কমিটি ও বাস মালিক সংগঠনের মধ্যে বৈঠক হয় ৷ কিন্তু সমস্যার সমাধান হয়নি । ইতিমধ্যেই কয়েকটি রুটে কমেছে বেসরকারি বাসের সংখ্যা । মালিকদের বক্তব্য," অসম্ভব হয়ে পড়ছে বাস চালানো ।"

বৈঠকের আলোচনার বিষয়টির প্রসঙ্গে অল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, "বৈঠক অনেকটাই ইতিবাচক। আমরা আশা করছি যে দ্রুত জটিলতা কেটে সমস্যার সমাধান হবে । যাত্রী পরিষেবা চালু থাকবে। " তিনি আরও বলেন , ভাড়া সহ আরও অন্যান্য বিষয়গুলি যেমন ট্যাক্স মকুব, গাড়ির সার্টিফিকেট অফ ফিটনেস, পারমিট নবীকরণের মতো বিষয়গুলি নিয়েও আলোচনা করা হয় । আলোচনা হয় কীভাবে আরও বেসরকারি বাস চালানো যায় সেই বিষয়েও । পাশাপশি তিনি ভাড়া বাড়ানোর বিষয়টির উপর জোর দিয়ে বলেন,"অবিলম্বে যদি ভাড়া বৃদ্ধি না করা হয় তাহলে বাস মালিকদের পক্ষে পরিষেবা চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়বে ।" বেঙ্গল বাস সিন্ডিকেটের সহ সভাপতি টিটু সাহা বলেন , "পরিবহন দপ্তর অনেক বেশি সংবেদনশীলতার সঙ্গে বাস মালিকদের বিষয়টি বিবেচনা করছে বলে মনে হল । যাত্রীর নিরিখে বাসের ভাড়া স্থির করার বিষয়টি খতিয়ে দেখতে চায় পরিবহন দপ্তর ।"

ক্রমশ ঊর্ধ্বমুখী জ্বালানির দাম নিয়ে নর্থ কলকাতা বাস-মিনিবাস ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপনারায়ণ বসু বলেন , "যেভাবে জ্বালানির দাম বাড়ছে তাতে দ্রুত বাস ভাড়া না বাড়ালে এভাবে লোকসান করে মালিকরা আর কতদিন বাস চালাতে পারবে ? ইতিমধ্যেই উত্তর কলকাতার বেশ কয়েকটি রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে । কারণ সেসব রুটে যাত্রীও নেই তেমন । তবে যেসব রুটে এখনও কিছু যাত্রী পাওয়া যাচ্ছে সেই রুটগুলিতে বাস চলাচল করছে । তবে খুব দ্রুত ভাড়া বৃদ্ধির বিষয়ে কোনও ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয় তা নাহলে বাকি বাসও বসে যাবে ।"

ABOUT THE AUTHOR

...view details