কলকাতা, 15 অগাস্ট : ছিল না অনুমতি । স্বাধীনতা দিবসের দুপুরে তবুও হল ভারতমাতার পুজো । পুজোর আয়োজক উত্তর কলকাতার BJP নেতৃত্ব । মানা হল না সামাজিক দূরত্ব । মাস্ক ছাড়াই ভিড় জমাতে দেখা গেল লোকজনকে ।
সামাজিক দূরত্ব শিকেয় তুলে বাগবাজারে ভারতমাতার পুজো - বাগবাজারে চলল ভারতমাতার পুজো
পুজোর অনুমতি দেয়নি পুলিশ । তবুও বাগবাজারে হল ভারতমাতার পুজো । মানতে দেখা গেল না সামাজিক দূরত্ব ।
কোরোনা আবহে জমায়েত এড়াতে, সংক্রমণ রুখতে পুজো আয়োজনের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল সরকার । লকডাউনের শুরুতে সেই বিষয়ে কড়াকড়ি থাকলেও আনলকে নিয়ম শিথিল হয় । কিন্তু, রাস্তায় প্যান্ডেল করে পুজো করলে জমায়েত হতে পারে, ছড়াতে পারে সংক্রমণ ৷ তাই পুলিশের কাছ থেকে ভারতমাতার পুজোর অনুমতি পায়নি BJP নেতৃত্ব। সূত্রের খবর, পুজোর অনুমতি দেয়নি পুলিশ । এই নিয়ে গতকাল পুলিশের সঙ্গে বচসায়ও জড়ান BJP নেতা-কর্মীরা । তবে, অনুমতি না থাকলেও আজ পুজো হয় । যেখানে কার্যত অনিয়মের ছবি ধরা পড়ে ।
সামাজিক দূরত্ব না মানার বিষয়টি কার্যত মেনে নেন স্থানীয় BJP নেতা ও পুজো উদ্যোক্তা ব্রজেশ ঝাঁ ৷ বলেন, "পুজোর শুরু থেকেই মাইকিং করা হচ্ছে যাতে সামাজিক দূরত্ব মানা হয় । BJP কার্যকর্তাদের সবসময় সতর্ক করা হচ্ছে যাতে স্বাস্থ্যবিধি মেনে এই পুজো করা হয় । তারপরও কার্যকর্তারা কোথাও কোথাও অতি উৎসাহিত হয়ে সামাজিক দূরত্ব মানছেন না ।"