কলকাতা, 13 অগাস্ট : কলকাতার কনটেইনমেন্ট জ়োনের সংখ্যা একধাক্কায় কমল অনেকটাই । 39 থেকে কমে হল মাত্র 23 টি । বস্তি এলাকাগুলিকে কনটেইনমেন্ট জ়োন মুক্ত বলে ঘোষণা করল রাজ্য প্রশাসন।
কলকাতায় কনটেইনমেন্ট জ়োনে নেই কোনও বস্তি এলাকা - No slum area has included in kolkata new containment zone
মাত্র 5 দিনের ব্যবধানে কলকাতায় 16 টি কনটেইনমেন্ট জ়োনের সংখ্যা কমানো হল । বস্তি এলাকাতে নেই কোনও কনটেইনমেন্ট জ়োন ।
মাত্র 5 দিনের ব্যবধানে এক ধাক্কায় কনটেইনমেন্ট জ়োনের সংখ্যা 16 টি কমল । 3 টি এলাকা নতুন করে কনটেইনমেন্ট জ়োনের আওতায় এল। এই নতুন তালিকায় কমপ্লেক্স বা বহুতল বাড়ি রয়েছে 6 টি । মিক্সড এরিয়া রয়েছে 11 টি । ফ্ল্যাট রয়েছে 4 টি । মাল্টিপল প্রেমিসেস এবং ফ্লোর রয়েছে 1 টি করে । শহরে সব থেকে বেশি কনটেইনমেন্ট জ়োন রয়েছে 3 নম্বর বোরো এলাকায়। এই বোরোতে মোট কনটেইনমেন্ট জ়োন 8 টি । এর পরেই আছে 12 নম্বর বোরো। এই বোরোতে কনটেইনমেন্ট জ়োনের সংখ্যা রয়েছে 5 টি । 9 নম্বর বোরোতে রয়েছে 3 টি কনটেইনমেন্ট জ়োন ।
আবাসনগুলোর পাশাপাশি শহরের বেশ কয়েকটি বস্তি এলাকার মানুষও সংক্রমিত হয়েছিলেন। ফলে গোষ্ঠী সংক্রমণের কারণে বস্তি এলাকাগুলোকে নিয়ে উদ্বিগ্ন ছিল রাজ্য প্রশাসন । আজ নতুন তালিকা আসার পরে দেখা গেল বস্তি এলাকাতে কোনও কনটেইনমেন্ট জ়োন নেই ।