পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

HC on Rohingya: আপাতত কোনও রোহিঙ্গাকে মায়ানমার পাঠানো যাবে না, জানিয়ে দিল হাইকোর্ট

আদালতের নির্দেশ না-পাওয়া পর্যন্ত কোনও রোহিঙ্গাকে জোর করে মায়ানমার পাঠানো যাবে না বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট (High Court Order On the Rohingyas Issue) ৷

High Court Order
কোনও রোহিঙ্গাকে মায়ানমার পাঠানো যাবে না, জানিয়ে দিল হাইকোর্ট

By

Published : Aug 4, 2022, 5:31 PM IST

Updated : Aug 4, 2022, 6:19 PM IST

কলকাতা, 4 অগস্ট:আপাতত কোনও রোহিঙ্গাকে জোর করে মায়ানমার পাঠানোর জন্য বাধ্য করা যাবে না বলে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । পাশাপাশি বিচারপতি মৌসুমি ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন তাঁদের সুস্থভাবে বেঁচে থাকতে যা যা প্রয়োজন সমস্ত কিছুর ব্যবস্থা করতে হবে দমদম জেল কর্তৃপক্ষকে ।

চারজন রোহিঙ্গাকে আগামিকাল অর্থাৎ শুক্রবার মায়ানমার চলে যেতে হবে বলে জানিয়েছিল জেল কর্তৃপক্ষ ৷ কিন্তু বৃহস্পতিবার এর বিরুদ্ধে আইনজীবী মারফত হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন ওই চার রোহিঙ্গা । ফতিমা বিবি-সহ আরও তিনজনের তরফে তাঁদের বক্তব্য বিচারপতি মৌসুমি ভট্টাচার্যর সামনে তুলে ধরেন তাঁদের আইনজীবী ৷ বিচারপতি কেন্দ্র ও রাজ্যের আইনজীবীদের থেকে এই ধরনের কোনও নির্দেশ আছে কি না, জানতে চান ।

আরও পড়ুন:রাজ্যের ভোটার তালিকায় 4-5 লাখ অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা, অভিযোগ দিলীপের

কেন্দ্রের আইনজীবী ধীরজ ত্রিবেদী জানান, তাঁর কাছে কোনও এই ধরনের নির্দেশ নেই । অন্যদিকে, রাজ্যের আইনজীবী অনির্বাণ রায় জানান, তাঁর কাছেও কাছে এই রকম খবর নেই । তারপরই বিচারপতি নির্দেশ দেন, আপাতত রোহিঙ্গাদের মায়ানমার ফেরত যেতে বাধ্য করা যাবে না । যেহেতু আদালতে মামলা বিচারাধীন রয়েছে, তাই পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত তাদের ব্যবস্থা করতে হবে দমদম জেল কর্তৃপক্ষকে ৷ 10 অগস্ট ফের শুনানি । রোহিঙ্গাদের প্রয়োজনীয় নথিপত্র আদালতে আইনজীবী মারফত আগামী শুনানির দিন হলফনামা আকারে দিতে নির্দেশ দেওয়া হয়েছে ।

Last Updated : Aug 4, 2022, 6:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details