পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বৃষ্টির সম্ভাবনা নেই, শীতের আগেই বঙ্গে কমবে ঠান্ডার শিরশিরানি!

West Bengal Weather Update: বঙ্গোপসাগরের বুকে গভীর নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা ৷ এর প্রভাব কি বঙ্গে পড়বে, কী বলছে হাওয়া অফিস ?

Etv Bharat
কেমন থাকবে আজকের আবহাওয়া

By ETV Bharat Bangla Team

Published : Nov 26, 2023, 6:34 AM IST

কলকাতা, 26 নভেম্বর:ফের ঘনাচ্ছে নিম্নচাপ ৷ আগামিকাল সোমবারদক্ষিণ-আন্দামান সাগরে তৈরি হচ্ছে একটি নিম্নচাপ । পরবর্তী সময়ে তা কিছুটা পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে সরবে ৷ এরপর তা বঙ্গোপসাগরে এসে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে । যদিও এই মুহূর্তে তা পশ্চিমবঙ্গ থেকে অনেক দূরে তাই আগামী 7 দিন বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই । শুধুমাত্র উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক হাওয়া ঢুকবে ৷ এর ফলে উত্তর ও দক্ষিণ, দুই বঙ্গেই শুষ্ক আবহাওয়া থাকবে । মাঝে মধ্যে মেঘলা আকাশ দেখা যাবে ।

তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না । তবে সোমবারের পর থেকে রাতের তাপমাত্রা 2 ডিগ্রি মতো বাড়তে পারে ৷ অর্থাৎ, কিছুটা হলেও শিরশিরানি কমবে । শনিবার কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.8 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে সামান্য কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.6 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 1.3 ডিগ্রি বেশি । বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 94 শতাংশ ।

হাওয়া অফিসের এই পূর্বাভাসে শীতের দ্রুত আগমনের কোনও ইঙ্গিত নেই । তবে নিম্নচাপের সম্ভাবনা যেহেতু রয়েছে তাই কিছুটা হলেও উত্তুরে ঠান্ডা হাওয়ার সাবলীল প্রবেশে বাধা তৈরি হতে পারে । ফলে হেমন্তের এই সময় 20 ডিগ্রির নিচে সর্বনিম্ন তাপমাত্রা থাকলেও তা হয়তো বাড়তে পারে । যদি নিম্নচাপ বঙ্গের উপকূলে আসে তাহলে শীত আসার পথটি রুদ্ধ হতে পারে । আজ রবিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের দিনের আকাশ রৌদ্রোজ্জ্বল থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 29 এবং 20 ডিগ্রির আশেপাশে থাকবে । অর্থাৎ, ঠান্ডার শিরশিরানি অল্প হলেও কমবে ।

ABOUT THE AUTHOR

...view details