কলকাতা, 20 অক্টোবর: অষ্টমী পর্যন্ত নিশ্চিন্তে ঠাকুর দেখুন । ভরসার কথা শোনাল আলিপুর আবহাওয়া অফিস। মধ্য বঙ্গোপসাগরে আগামিকাল শনিবার একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। তার জেরে নবমী ও দশমীতে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় বৃষ্টি হলেও তা প্রতিমা দর্শনে সেভাবে প্রভাব ফেলবে না । নবমীর তুলনায় দশমীতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি । তবে তা পুজোর আনন্দের জোয়ারে বাধা হবে না বলেই মনে করছে হাওয়া অফিস । আজ শুক্রবার দিনের আকাশ রৌদ্রজ্জ্বল থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 এবং 25 ডিগ্রির আশেপাশে থাকতে পারে ।
এই বিষয়ে আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই । মূলত শুষ্ক আবহাওয়া থাকবে । আগামী তিন দিনে রাতের তাপমাত্রা এক থেকে দু'ডিগ্রি কমার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে । সোমবার নবমীতে উপকূল সংলগ্ন জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে 30 থেকে 40 শতাংশ ৷ দুই 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া ও হুগলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । মঙ্গলবার দশমীতে উপকূল সংলগ্ন জেলাগুলোতে বৃষ্টি বাড়বে । সেই সম্ভাবনা 70 থেকে 80 শতাংশ ।