কলকাতা, 29 জুন: পয়লা জুলাই রথযাত্রার দিন থেকেই বৃষ্টি ছন্দে ধরা দেবে দক্ষিণবঙ্গে । আপাতত মাঝের কয়েকদিন কিছুটা হলেও আর্দ্রতাজনিত গরম ভোগ করতে হবে দক্ষিণবঙ্গবাসীকে (No Rain in South Bengal Before July) । অর্থাৎ সামান্য হলেও তাপমাত্রা বাড়বে, বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে । স্বভাবতই হাওয়া অফিসের পূর্বাভাসে এখনই দক্ষিণবঙ্গবাসীর মুখে হাসি ফোটার কারণ নেই ।
বর্ষার প্রথমভাগে হাওয়া অফিসের পূর্বাভাসেই স্বস্তি খুঁজতে হয়েছে । তবে রথযাত্রার দিন থেকে আক্ষেপ মিটতে চলেছে । ওইদিন থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের উপ-অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "মঙ্গলবার থেকে শুরু করে আজ বুধবার এবং আগামিকাল 30 তারিখ বৃহস্পতিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে । 30 জুনের পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে । উত্তরবঙ্গে বৃষ্টির জন্য দক্ষিণবঙ্গে আগামী 30 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । যেহেতু বিক্ষিপ্ত হালকা বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে তাই আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে । 30 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে ।"