পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bengal Weather Update : বৃষ্টির পূর্বাভাস নেই, বসন্তে বাড়বে গরম - Hot Weather Will Be Increase in Bengal

শুরু হয়েছে অস্বস্তিকর আবহাওয়া ৷ ফ্যান চালালে শীত করছে আবার না চালালেও গরম লাগছে ৷ তবে খুব শীঘ্রই ফ্যান চালানোর পূর্বাভাস শোনাচ্ছে আলিপুর হাওয়া অফিস (Weather Update of Bengal) ৷ আগামী পাঁচদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, বরং বাড়বে গরম ৷

Bengal Weather Update
পশ্চিমবঙ্গের আবহাওয়া

By

Published : Mar 6, 2022, 6:49 AM IST

কলকাতা, 6 মার্চ :ধীরে ধীরে বাড়ছে গরম ৷ গ্রীষ্মের দাবদাহ কেমন হবে তা যেন মার্চের প্রথম থেকেই জানান দিচ্ছে আবহাওয়া ৷ বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই ৷ বরং আগামী তিন চারদিনে তাপমাত্রার আরও বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস (Bengal Weather Update) ৷

বেলাশেষের বসন্তে উঁকি দিচ্ছে গ্রীষ্ম (Hot Weather Will Be Increase in Bengal)। ইতিমধ্যেই তাপমাত্রার পারদ 32 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলেছে । আলিপুর আবহাওয়া অফিস বলছে, রবিবার উত্তরের দুই জেলা দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও রাজ্যের বাকি জায়গায় আগামী পাঁচ দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । সর্বোচ্চ তাপমাত্রা ইতিমধ্যে 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে ঘোরাফেরা করছে । এই তাপমাত্রা আগামি তিন চারদিনে 2-3 ডিগ্রি সেলসিয়াস বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস (Weather Update of West Bengal) ৷

তবে এখনই তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই ৷ শনিবার কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে রাতের তাপমাত্রা ছিল সর্বোচ্চ 32.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 21.7 ডিগ্রি সেলসিয়াস । দুটি ক্ষেত্রেই যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি । রবিবার রৌদ্রজ্জ্বল দিনের পাশাপাশি সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ও 22 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে । তবে মার্চের শুরুতেই যেভাবে তাপমাত্রার পারদ চড়ছে তাতে আগামি দিনগুলোতে যে চাঁদিফাটা গরম অপেক্ষা করছে তা বোঝাই যাচ্ছে ।

অন্যদিকে, সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা ৷ করোনা আবহ কাটিয়ে দু'বছর পর ফের স্কুলে বসে পরীক্ষা দেবে পড়ুয়ারা ৷ তবে অন্যান্য বছরের চেয়ে এবার কিছুটা দেরিতে শুরু হচ্ছে মাধ্য়মিক ৷ তাই সেক্ষেত্রে পরীক্ষা দিতে গিয়ে আবহাওয়াজনিত অস্বস্তিকর গরমের মধ্যে পড়তে হবে পরীক্ষার্থীদের ৷

আরও পড়ুন :Madhyamik Examination : একগুচ্ছ সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে সোমবার থেকে রাজ্যে শুরু মাধ্যমিক পরীক্ষা

ABOUT THE AUTHOR

...view details