পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রয়েছে সংকট, 200-র বেশি চিকিৎসককে পোস্টিং না দিয়ে স্বাস্থ্যভবনে রেখে দেওয়ার অভিযোগ - সরকারি হাসপাতাল

রাজ‍্যের সরকারি চিকিৎসকদের একটি সংগঠনের তরফে জানানো হয়েছে, এখানকার সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসকের অভাব রয়েছে ৷ কিন্তু 200-র বেশি চিকিৎসককে পোস্টিং না দিয়ে স্বাস্থ্য ভবনে রেখে দেওয়া হয়েছে ৷

ছবি
ছবি

By

Published : Oct 3, 2020, 7:55 AM IST

কলকাতা, 3 অক্টোবর : রাজ‍্যে সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসকের অভাব রয়েছে । অথচ, 200-র বেশি চিকিৎসককে পোস্টিং না দিয়ে স্বাস্থ্যভবনে রেখে দেওয়া হয়েছে । এমনই অভিযোগ জানাল রাজ‍্যের সরকারি চিকিৎসকদের একটি সংগঠন । এই চিকিৎসকদের পোস্টিংয়ের ক্ষেত্রে যাতে স্বচ্ছতা বজায় থাকে, তার জন্য ভ‍্যাকান্ট লিস্ট প্রকাশের দাবিও জানানো হয়েছে সংগঠনের তরফে ।

রাজ্যের সরকারি চিকিৎসকদের ওই সংগঠন- সার্ভিস ডক্টরস ফোরাম-এর সাধারণ সম্পাদক চিকিৎসক সজল বিশ্বাস বলেন, " COVID-19-এর পরিস্থিতির মধ‍্যেও হাসপাতালগুলিতে যেখানে চিকিৎসকদের অভাব রয়েছে, সেখানে দিনের পর দিন ধরে পোস্টিং না দিয়ে 200-র বেশি চিকিৎসককে কোনও কাজ ছাড়া স্বাস্থ্যভবনে রেখে দেওয়া হয়েছে । কোথায়, কতজন চিকিৎসকের পদ ফাঁকা রয়েছে, তার তালিকা প্রকাশ করতে হবে । এই তালিকা অনুযায়ী চিকিৎসকদের নিয়োগ করতে হবে ।" চিকিৎসকদের জন্য দুর্নীতি এবং স্বজন-পোষণমুক্ত পোস্টিংয়ের ক্ষেত্রে এই ভ‍্যাকান্ট লিস্ট প্রকাশের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন সার্ভিস ডক্টরস ফোরাম-এর সাধারণ সম্পাদক । এইসব বিষয় নিয়ে সরকারি চিকিৎসকদের এই সংগঠন স্মারকলিপি পেশ করেছে স্বাস্থ্যভবনে ।

তবে, শুধুমাত্র চিকিৎসকদের অভাব নয়। এ রাজ‍্যের সরকারি চিকিৎসকদের অন্য একটি সংগঠন- অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল-এর সাধারণ সম্পাদক চিকিৎসক মানস গুমটা বলেন, "COVID-19 মহামারী পরিস্থিতির মধ‍্যে ছয় মাস পেরিয়ে গেলেও, এখনও পর্যন্ত কোরোনা হাসপাতালগুলিতে নেই প্রয়োজনীয় সংখ্যক ভেন্টিলেটর, বেড । অক্সিজেনও অপ্রতুল রয়েছে। COVID-19 আক্রান্তকে বাড়িতে থাকুন বলে স্বাস্থ্য প্রশাসন দায় সারছে । কলকাতা এবং পার্শ্ববর্তী জেলার কোরোনা হাসপাতালগুলিতে সময়মতো ক্রিটিক্যাল কেয়ার বিভাগের বেড না পাওয়ার কারণে দুঃখজনক মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে ।"

ABOUT THE AUTHOR

...view details