কলকাতা, 19 জুন: কলকাতা পৌরনিগমের বিল্ডিং আইনের সবটা মেনে নির্মাণ কাজ করলে আবেদন করার 15 দিনের মধ্যেই মিলবে সিসি বা কমপ্লেশন সার্টিফিকেট । তা অনলাইন মারফতই পাওয়া যাবে । এমনই সিদ্ধান্ত নিয়েছে পৌরনিগমের অধীন বিল্ডিং বিভাগ । পাশাপশি এই সিসি যেমন না মিললে পাবে না পজেশন তেমনই আইনের ভাবনাচিন্তাও চলছে বলেই খবর কলকাতা কর্পোরেশন সূত্রে ।
কলকাতা কর্পোরেশন সূত্রে জানা গিয়েছে, পৌরনিগমের ওয়েবসাইটে বাড়ি বা ফ্ল্যাট নির্মাণের জন্য নকশা অনুমোদন হয় সেখানেই পাওয়া যাবে । কলকাতায় প্রায় এদিক ওদিক কান পাতলেই শোনা যায় বেআইনি নির্মাণের কথা । আর তার থেকে বড় বিষয় প্রোমোটারদের কৌশলে দুর্নীতি করা । যেমন কোনও ফ্ল্যাটের টাকা নিয়ে কাজ ধীরে করা । ক্রেতার উপর চাপ তৈরি হয় কারণ তিনি যেখানে থাকেন সেখানেও ভাড়া গুনতে হয় আবার ধার দেনা করে ফ্ল্যাট নিলেও ফ্ল্যাটে ঢুকতে পারেন না অথচ ধারের টাকা মেটাতে হয় । তাই অনেকেই ফ্ল্যাটের সিসি না নিয়েই ঢুকে পড়েন । আর সিসি ছাড়া ঢুকে ক্রেতারা সমস্যায় পড়েন । নানা আইনি জটিলতা তৈরি হয় ।