কলকাতা, 22 মে:পশ্চিমবঙ্গে দ্য কেরালা স্টোরি প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা স্থগিত করেছে সুপ্রিম কোর্ট ৷ তারপর চারদিন কেটে গেলেও, রাজ্যের বেশিরভাগ প্রেক্ষাগৃহে এখনও এই ছবি চলছে না ৷ আগামী দিনের জন্য নতুন বেশ কয়েকটি ছবি পরপর প্রস্তুত থাকায়, দ্য কেরালা স্টোরিকে জায়গা দেওয়া কঠিন হচ্ছে বলে জানালেন হল মালিকরা ৷
এ বিষয়ে কথা বলতে গিয়ে প্রিয়া এন্টারটেইনমেন্টের ম্যানেজিং ডিরেক্টর এএনআই-কে বলেন, "এটি একটি ব্লকবাস্টার মুভি কিন্তু আমরা দুঃখিত কারণ আগামী দুই সপ্তাহের জন্য সমস্ত স্লট পূর্ণ হয়ে গিয়েছে । দ্য কেরালা স্টোরির জন্য জায়গা তৈরি করতে বুক করা স্লটগুলি বাতিল করা আমাদের পক্ষে সম্ভব নয় । দুই বা তিন সপ্তাহ পরে, আমরা দ্য কেরালা স্টোরির স্ক্রিনিংয়ের কথা ভাবতে পারি ।"
অরিজিৎ দত্ত আরও উল্লেখ করেন যে, নিষেধাজ্ঞা জারি হওয়ার আগে প্রথম দিনগুলিতে দ্য কেরালা স্টোরি ভালো চলছিল । এই ছবিকে সুযোগ দেওয়া হলে রাজ্যের হলগুলিতে তা 50 দিন চলবে বলে আশাবাদী তিনি । সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গে এই চলচ্চিত্রের উপর নিষেধাজ্ঞা স্থগিত করার পরে, রাজ্য সরকার এখনও কোনও নতুন বিজ্ঞপ্তি জারি করেনি ।
নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর পরিচালক সুদীপ্ত সেন বলেন, "আমরা পশ্চিমবঙ্গের ডিস্ট্রিবিউটরদের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রাখছি । হল মালিকদের কাছ থেকে আমরা ফোন পাচ্ছি ৷ তাঁরা জানাচ্ছেন যে, ছবিটি না দেখানোর জন্য তাঁদের বলা হচ্ছে ।" পরিচালক আরও বলেন যে, হল মালিকদের হুমকি দেওয়া এই লোকেরা কারা, তা জানতে পারলে তিনি অবশ্যই নাম প্রকাশ করবেন । তিনি যদি সন্ত্রাসবাদীদের নাম নিতে পারেন, তাহলে তিনি মিডিয়ার সামনেও এমন লোকের নাম বলতে পারেন বলে জানিয়েছেন সুদীপ্ত সেন ।