পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

The Kerala Story in Bengal: সুপ্রিম আদেশের পরও বাংলার প্রেক্ষাগৃহে জায়গা পাচ্ছে না দ্য কেরালা স্টোরি, কেন ? - সুদীপ্ত সেন

সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গে দ্য কেরালা স্টোরির উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরেও, ছবিটি এখনও রাজ্যের বেশিরভাগ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে না । এর পেছনে নানা সমস্যার কথা তুলে ধরেছেন হল মালিকরা ৷

The Kerala Story
The Kerala Story

By

Published : May 22, 2023, 2:35 PM IST

কলকাতা, 22 মে:পশ্চিমবঙ্গে দ্য কেরালা স্টোরি প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা স্থগিত করেছে সুপ্রিম কোর্ট ৷ তারপর চারদিন কেটে গেলেও, রাজ্যের বেশিরভাগ প্রেক্ষাগৃহে এখনও এই ছবি চলছে না ৷ আগামী দিনের জন্য নতুন বেশ কয়েকটি ছবি পরপর প্রস্তুত থাকায়, দ্য কেরালা স্টোরিকে জায়গা দেওয়া কঠিন হচ্ছে বলে জানালেন হল মালিকরা ৷

এ বিষয়ে কথা বলতে গিয়ে প্রিয়া এন্টারটেইনমেন্টের ম্যানেজিং ডিরেক্টর এএনআই-কে বলেন, "এটি একটি ব্লকবাস্টার মুভি কিন্তু আমরা দুঃখিত কারণ আগামী দুই সপ্তাহের জন্য সমস্ত স্লট পূর্ণ হয়ে গিয়েছে । দ্য কেরালা স্টোরির জন্য জায়গা তৈরি করতে বুক করা স্লটগুলি বাতিল করা আমাদের পক্ষে সম্ভব নয় । দুই বা তিন সপ্তাহ পরে, আমরা দ্য কেরালা স্টোরির স্ক্রিনিংয়ের কথা ভাবতে পারি ।"

অরিজিৎ দত্ত আরও উল্লেখ করেন যে, নিষেধাজ্ঞা জারি হওয়ার আগে প্রথম দিনগুলিতে দ্য কেরালা স্টোরি ভালো চলছিল । এই ছবিকে সুযোগ দেওয়া হলে রাজ্যের হলগুলিতে তা 50 দিন চলবে বলে আশাবাদী তিনি । সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গে এই চলচ্চিত্রের উপর নিষেধাজ্ঞা স্থগিত করার পরে, রাজ্য সরকার এখনও কোনও নতুন বিজ্ঞপ্তি জারি করেনি ।

নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর পরিচালক সুদীপ্ত সেন বলেন, "আমরা পশ্চিমবঙ্গের ডিস্ট্রিবিউটরদের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রাখছি । হল মালিকদের কাছ থেকে আমরা ফোন পাচ্ছি ৷ তাঁরা জানাচ্ছেন যে, ছবিটি না দেখানোর জন্য তাঁদের বলা হচ্ছে ।" পরিচালক আরও বলেন যে, হল মালিকদের হুমকি দেওয়া এই লোকেরা কারা, তা জানতে পারলে তিনি অবশ্যই নাম প্রকাশ করবেন । তিনি যদি সন্ত্রাসবাদীদের নাম নিতে পারেন, তাহলে তিনি মিডিয়ার সামনেও এমন লোকের নাম বলতে পারেন বলে জানিয়েছেন সুদীপ্ত সেন ।

যদিও রাজনৈতিক চাপের কথা অস্বীকার করে অশোকা সিনেমার (বেহালা) বুকিং কর্মকর্তা দুর্বাদল চট্টোপাধ্যায় বলেন, "আমরা জানি যে, এটি একটি ব্লকবাস্টার সিনেমা ৷ আসলে সিনেমাটি যখন মুক্তি পায়, তখন সরকার সিনেমাটি নিষিদ্ধ করার পর আমরা এখানে চারদিনের জন্য প্রদর্শন করেছি । তখন এই সিনেমার সব শো বুক হয়ে গিয়েছিল । এখন আমরা কিছুই করতে পারছি না ।" হল প্রতিনিধিদের অনেকেই মিডিয়ার সামনে এই ছবি নিয়ে কথা বলতে চাননি ।

এই ছবিকে ঘিরে বিতর্কের সৌজন্যে কলকাতার অনেক সিনেপ্রেমীই ছবিটি দেখতে চান । একজন দর্শক এএনআই-কে বলেন, "আমি অবশ্যই এই সিনেমাটি দেখতে চাই । সিনেমা কাল্পনিক । কেউ যদি এটি নিয়ে সমস্যা তৈরি করেন তবে এটি তাঁদের সমস্যা ।" 18 মে দ্য কেরালা স্টোরির উপর পশ্চিমবঙ্গ সরকারের নিষেধাজ্ঞা স্থগিত করেছে সুপ্রিম কোর্ট ।

দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, পশ্চিমবঙ্গ যে নিষেধাজ্ঞা দিয়েছে তা কার্যকর নয় । পশ্চিমবঙ্গের অতিরিক্ত সচিবের আদেশ স্থগিত থাকবে ৷ তবে এই আদেশের পরও দ্য কেরালা স্টোরি চালাতে বাংলার অনেক হল মালিক ভয় পাচ্ছেন বলে জানিয়ে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি লিখেছে ইমপা ৷

আরও পড়ুন:বাংলায় 'দ্য কেরালা স্টোরি' চালাতে ভয় পাচ্ছেন হল মালিকরা, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি ইমপার

ABOUT THE AUTHOR

...view details