হিন্দি স্কুল খোলার জায়গা নেই! কলকাতা, 31 ডিসেম্বর: খাস কলকাতার বুকে বছরের পর বছর ধরে পরিত্যক্ত ও বন্ধ হয়ে পড়ে রয়েছে সাত সাতটি রাজ্য সরকারি প্রাথমিক বিদ্যালয় । অথচ সেখানেই জায়গার অভাবে একটি হিন্দি পৌর প্রাথমিক স্কুল তৈরি করে উঠতে পারছেন না কাউন্সিলর ৷ রাজ্য সরকারের প্রাথমিক স্কুলগুলির বেহাল দশা ৷ কারও ছাদ ভেঙে চুইয়ে পড়ছে জল, রঙ চটেছে দেওয়ালের, কোনটায় ভরতি আবর্জনা ৷ কলকাতার মুচিবাজার-সহ উলটোডাঙা, দীঘির পুকুর, মুরারী পুকুর, ক্যানেল ইস্ট রোড জুড়ে অবস্থিত এই সাতটি প্রাথমিক বিদ্যালয় বর্তমানে বন্ধ । কোনোটির বয়স 20 বছর, কোনোটির বা আট থেকে নয় বছর ।
যেমন বিনয় বাদল দিনেশ প্রাথমিক বিদ্যালয় । একতলা বাড়ি । ভিতরে এখন ভাঙা মালপত্র পড়ে ছাদ ভেঙে পড়ছে । এই স্কুলের আরও একটি শাখাও বন্ধ । হরিপদ দত্ত স্মৃতি শিক্ষা নিকেতন মিলনী প্রাথমিক বিদ্যালয়ের ভগ্ন অবস্থা । জনকল্যাণ প্রাথমিক বিদ্যালয় বছরের পর বছর তালা বন্ধ ৷ শুধু ভোট সংক্রান্ত কাজ হয় এখানে । বনশ্রী বিদ্যামন্দিরকে এলাকায় ছেলেরা কেবল নিজেদের কাজে ব্যবহার করেন ।
জনকল্যাণ প্রাথমিক বিদ্যালয় বছরের পর বছর তালা বন্ধ পরিত্যক্ত স্কুল বাড়িগুলি বর্তমানে রাতের অন্ধকারে নেশাগ্রস্থদের ঠেক হয়ে দাঁড়াচ্ছে বলে কাউন্সিলরের অভিযোগ । স্থানীয় কাউন্সিলর অমল চক্রবর্তী বলেন, "এই বন্ধ ও পরিত্যক্ত স্কুল বাড়িগুলি বারে বারে চিন্তার কারণ হয়ে দাঁড়ায় । ময়লা আবর্জনা বা জল জমে বর্ষায় মশার আঁতুড়ঘরে পরিণত হয় । ফলে একাধিকবার পরিষ্কার করতে হয় । তারপরেও ডেঙ্গি আক্রান্তের খবর মেলে । অন্য দিকে কোনোটায় দেখা যায় ফাঁকা দেখে নেশার ঠেক বসছে । আবার কেউ পড়ে থাকা স্কুল ভবনে বিয়েবাড়ি ভাড়া দেওয়া থেকে বাইক রাখা কাজ করছেন । ওই ভবনগুলো যেহেতু রাজ্য সরকারের সেগুলো কোনো কিছু করার অধিকার আমাদের নেই ।"
পরিত্যক্ত স্কুল বাড়িতে ডেঙ্গির আঁতুড়ঘর তাঁর কথায়, "জায়গায় অভাবে এলাকায় হিন্দি পৌর প্রাথমিক বিদ্যালয় বানাতে পারছি না । ওই স্কুলগুলোর একটা ভবন কলকাতা পৌরনিগমকে দিলে সেই কাজটা সহজ হয় ৷ এতে এলাকার ছোট্ট বাচ্চারা উপকৃত হয় । এই বিষয় আমি ইতিমধ্যে লিখিত চিঠি দিয়েছি পৌরনিগমকে । মেয়র ফিরহাদ হাকিমকে হস্তক্ষেপ করতে জানিয়েছি ।" এই প্রসঙ্গে রাজ্যের স্কুল শিক্ষা দফতরের এক আধিকারিক বলেন, "আমাদের লিখিতভাবে চিঠি দিলে আমরা পরিদর্শন করে দেখে কী করা যায় বিবেচনা করব । মন্ত্রীর সঙ্গে এই বিষয় আলোচনা করব ।"
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা আরও পড়ুন:
- ক্লাস ঘর থেকে শৌচালয় সবটাই বেদখল, ধুঁকছে 125 বছর পুরোনো এমএল জুবলি স্কুল
- ভগ্নপ্রায় স্কুলে জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস 127 জন পড়ুয়ার, দেখেও নির্বিকার প্রশাসন
- নেই বিদ্যালয় ভবন, 67 জন পড়ুয়ার পঠনপাঠন চলছে গাছতলায়