কলকাতা, 6 সেপ্টেম্বর : সব থেকেও আজ কিছু নেই বড়াল দম্পতির ৷ 5 দিন পর 6/1 স্যাকরা পাড়া লেনে বাড়ির সামনে আজ সকাল থেকেই দাঁড়িয়ে ছিলেন অসীম বড়াল ও তার স্ত্রী কৃষ্ণা বড়াল ৷ হাতে টোকেন নিয়ে ঘণ্টা তিনের অপেক্ষার পর বাড়িতে ঢুকলেও বাড়ি থেকে ফিরতে হয়েছে খালি হাতে ৷ বড়াল দম্পতির অভিযোগ অনুমতি দিলেও তাদের কিছু নিতে দেয়নি পুলিশ ৷ নিজেদের বাড়ি থেকে বেরিয়ে এসে কান্নায় ভেঙে পড়েন তাঁরা ।
অনুমতি নেই নিজের বাড়িতে ঢোকার, বউবাজারে হাহাকার দম্পতির - krishna boral
5 দিন পর 6/1 স্যাকরা পাড়া লেনে বাড়ির সামনে আজ সকাল থেকেই দাঁড়িয়ে ছিলেন অসীম বড়াল ও তার স্ত্রী কৃষ্ণা বড়াল ৷ হাতে টোকেন নিয়ে ঘণ্টা তিনের অপেক্ষার পর বাড়িতে ঢুকলেও বাড়ি থেকে ফিরতে হয়েছে খালি হাতে ৷
অসীম বড়াল জানিয়েছেন, গত 5 দিন ধরে এক পোশাকে হোটেলে রয়েছেন । তার সমস্ত দরকারী নথি রয়ে গেছে বাড়িতে । বহু বছরের পুরোনো তাদের পৈত্রিক বাড়িতে । অনেক শরিকি ভাগ রয়েছে ৷ তাঁর ঘরের সঙ্গে পাশের শরিকের ঘরের মাঝখানে তিন ইঞ্চি চওড়া একটি দেওয়াল রয়েছে । সেই দেওয়ালের খানিকটা ভেঙে পড়ে রয়েছে । সেই ভাঙা দেওয়াল দেখে পুলিশ তাঁদের ভেতরে ঢোকার অনুমতি দেয়নি ।
বাড়ির ভেতরে ঢুকেও কিছু উদ্ধার করতে না পারায় মানসিকভাবে ভেঙে পড়েছেন অসীমবাবু৷ অসীম বড়ালের স্ত্রী কৃষ্ণা বড়ালের আক্ষেপ, আজ তারা সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছেন ।