কলকাতা, 21 জুলাই : কোরোনা পরিস্থিতি, আমফান আর গেরুয়া শিবিরের তরফে আনা একের পর এক অভিযোগ । বারবার অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস । ইতিমধ্যেই একাধিক জল্পনা তৈরি হয়েছে একুশের নির্বাচনকে কেন্দ্র করে । বিরোধীরা একরকম তৃণমূল পতনের ইঙ্গিতও দিয়েছেন । কিন্তু তিনি সহজে হার মানবেন না । আজ একুশের সভা থেকে সেই আত্মবিশ্বাসই যেন আরও দৃঢ় হয়ে উঠল । মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বার্তা, "বহিরাগতরা নয় । বাংলার লোক বাংলা চালাবে ।" এ যেন পরোক্ষভাবে BJP-কে সতর্কবার্তা ।
পরিবর্তিত পরিস্থিতিতে এবার ধর্মতলার চেনা ছবি দেখা যায়নি । আয়োজন করা হয়েছে ভার্চুয়াল সভার ৷ তবে আজকের সভা থেকেই যেন আগামী নির্বাচনের রূপরেখা তৈরি করে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় । তৃণমূল সুপ্রিমোর স্পষ্ট বক্তব্য, "BJP তুচ্ছ রাজনৈতিক দল । টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করে । রাজস্থানে, কর্নাটকে, মধ্যপ্রদেশে টাকা দিয়ে সরকার ভাঙা চলছে । বাংলায় চক্রান্ত চলছে । মনে রাখবেন আপনারা লড়াই করে 35 বছরের CPI(M) সরকারকে সরিয়েছেন । BJP কেও সরাতে পারবেন । তাই বহিরাগতরা নয়, বাংলার লোক বাংলা চালাবে ৷"
BJP-কে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "BJP যা করছে তাতে রাজনীতি একটা নোংরা খেলায় পরিণত হয়েছে । কোনও নির্বাচন কমিশন নেই । কোনও নিয়ম নেই । সব রাজ্যে শুধু শাসন চালাতে চায় BJP । যেন ওয়ান নেশন ওয়ান পলিটিক্যাল পার্টি । ওদের ভুল করলে সব যাবে । জীবন-জীবিকা সব যাবে । "