পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Partha Chatterjee: সারাদিনেও মেডিক্যাল বোর্ডের কোনও সদস্যের দেখা পেলেন না 'অসুস্থ' পার্থ

গ্রেফতার হওয়ার পর থেকে দল তাঁর খোঁজখবর নেয়নি ৷ রবিবার হাসপাতালে ভর্তি হওয়ার পর মেডিক্যাল বোর্ডের বৈঠক হওয়ার কথা থাকলেও তা হয়নি ৷ এমনকি মেডিক্যাল বোর্ডের কোনও সদস্য অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) দেখতেও আসেননি, এমনটাই খবর হাসপাতাল সূত্রে ৷

Partha Chatterjee
পার্থ চট্টোপাধ্যায়

By

Published : Jul 24, 2022, 9:59 PM IST

Updated : Jul 25, 2022, 6:19 AM IST

কলকাতা, 24 জুলাই: কেমন আছেন পার্থ চট্টোপাধ্যায় ? হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রবিবার পার্থ চট্টোপাধ্যায়কে দেখতে মেডিক্যাল বোর্ডের কেউই যাননি (No one of medical board came to see Partha Chatterjee at hospital)।

এদিন সকাল 11টার সময় মেডিক্যাল বোর্ডের একটি বৈঠক হওয়ার কথা ছিল । কিন্তু সেই বৈঠক হয়েছে কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে ৷ সকালে তাঁর চিকিৎসার জন্য এসএসকেএমে আনা হয়েছিল উন্নত মানের এক্স-রে মেশিন । তাতে এক্স-রে করা হয় তাঁর । কিন্তু তারপর আর সেভাবে পার্থ চট্টোপাধ্য়ায়কে কেউ দেখতে আসেননি বলেই হাসপাতাল সূত্রে খবর ৷ এদিন সকালে তিনি খেয়েছেন এক বাটি স্যুপ, একটি আপেল ও মাছ ভাজা ।

আরও পড়ুন :ভুবনেশ্বর এইমসের চিকিৎসকদের কলকাতায় এনে পার্থর চিকিৎসার প্রস্তাব বিচারপতির

রবিবার পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) চিকিৎসার জন্য ভুবনেশ্বর এইমসের চিকিৎসকদের (AIIMS Bhubaneswar doctors) কলকাতায় নিয়ে আসার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী ৷

প্রসঙ্গত, শুক্রবার 27 ঘণ্টা জেরার পর শনিবার প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি ৷ তার আগের রাতে মন্ত্রী 'ঘনিষ্ঠ' অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের বেডরুমের ওয়ার্ডরোব থেকে প্রায় 22 কোটি টাকা উদ্ধার করেন ইডির তদন্তকারী আধিকারিকরা ৷ তারপরই রাতভোর জেরায় মন্ত্রীর জবাবে একাধিক অসঙ্গতি থাকায় তাঁকে গ্রেফতার করে ইডি ৷

আরও পড়ুন :পার্থর স্বাস্থ্য পরীক্ষায় এসএসকেএম-এ এল উন্নত মেশিন

Last Updated : Jul 25, 2022, 6:19 AM IST

ABOUT THE AUTHOR

...view details