পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা আতঙ্ক, অচেতন বৃদ্ধকে পড়ে থাকতে দেখেও এগিয়ে এল না কেউ - অচৈতন্য বৃদ্ধের সাহায্যে এগিয়ে এল না কেউ

বৃদ্ধের বাড়ি বাগবাজারে । বাড়িতে কোনও অশান্তির জেরে কয়েকদিন ধরে তিনি শ্যামবাজার ট্রাম ডিপোর উলটোদিকে একটি কাপড়ের দোকানের তক্তায় আশ্রয় নেন।

বৃদ্ধের সাহায্যে এগিয়ে এল না কেউ
বৃদ্ধের সাহায্যে এগিয়ে এল না কেউ

By

Published : Aug 12, 2020, 10:48 PM IST

কলকাতা, 12 অগাস্ট : ফুটপাথে অচেতন বৃদ্ধকে পড়ে থাকতে দেখেও এগিয়ে এল না কেউ। শ্যামবাজার ট্রাম ডিপোর উলটোদিকের ঘটনা । কোরোনার ভয়ে তাঁর সাহায্যে এগিয়ে আসেনি কেউ। ফুটপাথ দিয়ে সাধারণ মানুষ চলাফেরা করলেও কেউ সাহায্য করতে আসেনি।

ঘটনায় স্থানীয় দোকানদাররা কাঠগড়ায় তুললেন কলকাতা পুলিশ ও স্বাস্থ্য দপ্তরকে । স্থানীয়দের দাবি, কলকাতা পৌরনিগম ও শ্যামপুকুর থানায় ফোন করা হলেও কোনও উত্তর পাওয়া যায়নি ।

পুলিশ সূত্রে খবর, এই বৃদ্ধের বাড়ি বাগবাজারে । বাড়িতে কোনও অশান্তির জেরে কয়েকদিন ধরে তিনি শ্যামবাজার ট্রাম ডিপোর উলটোদিকে একটি কাপড়ের দোকানের তক্তায় আশ্রয় নিয়েছিলেন । লকডাউন চলায় ফুটের কাপড়ের দোকানগুলি বন্ধ ৷ সেখানেই একটি দোকানের তক্তায় শুয়ে থাকতে দেখা যায় তাঁকে ।

স্থানীয় এক যুবক বলেন, আজ সকালে পুলিশের একটি গাড়ি আসে । সঙ্গে একটি অ্যাম্বুলেন্সও। অ্যাম্বুলেন্স চালক PPE কিট পরে থাকলেও, বৃদ্ধকে গাড়িতে তুলতে রাজি হননি । এভাবে পুলিশ ও অ্যাম্বুলেন্স চালকের মধ্যে বেশ কিছুক্ষণ বচসা চলে ৷ শেষে পুলিশের গাড়ি চলে যায় । এরপর দুপুর 3টে নাগাদ ফের পুলিশ আসে ৷ অ্যাম্বুলেন্সে বৃদ্ধকে RG কর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ বর্তমানে সেখানেই ভরতি আছেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details