কলকাতা, 12 অগাস্ট : ফুটপাথে অচেতন বৃদ্ধকে পড়ে থাকতে দেখেও এগিয়ে এল না কেউ। শ্যামবাজার ট্রাম ডিপোর উলটোদিকের ঘটনা । কোরোনার ভয়ে তাঁর সাহায্যে এগিয়ে আসেনি কেউ। ফুটপাথ দিয়ে সাধারণ মানুষ চলাফেরা করলেও কেউ সাহায্য করতে আসেনি।
ঘটনায় স্থানীয় দোকানদাররা কাঠগড়ায় তুললেন কলকাতা পুলিশ ও স্বাস্থ্য দপ্তরকে । স্থানীয়দের দাবি, কলকাতা পৌরনিগম ও শ্যামপুকুর থানায় ফোন করা হলেও কোনও উত্তর পাওয়া যায়নি ।
পুলিশ সূত্রে খবর, এই বৃদ্ধের বাড়ি বাগবাজারে । বাড়িতে কোনও অশান্তির জেরে কয়েকদিন ধরে তিনি শ্যামবাজার ট্রাম ডিপোর উলটোদিকে একটি কাপড়ের দোকানের তক্তায় আশ্রয় নিয়েছিলেন । লকডাউন চলায় ফুটের কাপড়ের দোকানগুলি বন্ধ ৷ সেখানেই একটি দোকানের তক্তায় শুয়ে থাকতে দেখা যায় তাঁকে ।
স্থানীয় এক যুবক বলেন, আজ সকালে পুলিশের একটি গাড়ি আসে । সঙ্গে একটি অ্যাম্বুলেন্সও। অ্যাম্বুলেন্স চালক PPE কিট পরে থাকলেও, বৃদ্ধকে গাড়িতে তুলতে রাজি হননি । এভাবে পুলিশ ও অ্যাম্বুলেন্স চালকের মধ্যে বেশ কিছুক্ষণ বচসা চলে ৷ শেষে পুলিশের গাড়ি চলে যায় । এরপর দুপুর 3টে নাগাদ ফের পুলিশ আসে ৷ অ্যাম্বুলেন্সে বৃদ্ধকে RG কর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ বর্তমানে সেখানেই ভরতি আছেন তিনি ৷