কলকাতা, 5 সেপ্টেম্বর:হাতে গোনা আর মাত্র ক'টা দিন। ঢাকে কাঠি পড়ার সময় প্রায় এসেই গেল। দু'বছর করোনা আবহে ইচ্ছে থাকলেও মন খুলে আনন্দ করতে পারেননি রাজ্যবাসী। তাই এবারে অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছে পুজোর কেনাকাটা। তাই এবার ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের (WBTC) উদ্যোগে চালানো হবে 'শপিং স্পেশাল বাস' (No of Buses Have Increased by Transport Department)। এমনটাই জানালেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।
ইতিমধ্যেই উপচে পড়া ভিড় গড়িয়াহাট, দেশপ্রিয় পার্ক অঞ্চল, হাতিবাগান, নিউ মার্কেট, লিন্ডসে স্ট্রিট-সহ শপিং মলগুলোতে। ছুটির দিন এবং শনিবার ও রবিবার যে এই ভিড় আরও বাড়ছে এরপর তো আরও বাড়বে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ ন'টি রুটে দেওয়া হবে এই বাস। যাতে যাত্রীদের কেনাকাটার জন্য এই বাস চিনতে অসুবিধা না হয় তাই বাসের সামনে লেখা থাকবে 'পুজো শপিং স্পেশাল' (Special Bus)। এই বিশেষ বাস চলবে আগামী 25 সেপ্টেম্বর পর্যন্ত।
প্রতি শনিবার, রবিবার এবং চলতি মাসের সরকারি ছুটির দিনগুলোতে দেওয়া হবে এই 'শপিং স্পেশাল বাস'। জানানো হয়েছে বেলা 12টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে এই বাস পরিষেবা। শহরের শপিং মলগুলি বিশেষ করে যেখানে যেখানে উপচে পড়া ভিড় হয় সেই সব শপিং মলের সামনে দিয়ে যাবে বাসগুলি। এসপ্ল্যানেড, শ্যামবাজার এবং গড়িয়াহাটের মতো প্রধান কেনাকাটার কেন্দ্রগুলি থেকে ছাড়বে এই বিশেষ বাস (Bus Service)। সাধারণত নন-এসি বাসের ভাড়াই নেওয়া হবে যাত্রীদের কাছ থেকে।
আরও পড়ুন:পুজোর কেনাকাটার ভিড় সামাল দিতে বিশেষ মেট্রো পরিষেবা
- এসপ্ল্যানেড পয়েন্ট :
এসপ্ল্যানেড-হাওড়া স্টেশন-আর আর অ্যাভিনিউ-রাজভবন-বিবাদি বাগ-স্ট্র্যান্ড রোড-হাওড়া ব্রিজ পূর্ব হয়ে বাসটি সারাদিনে ছ'বার যাতায়াত করবে।
এসপ্ল্যানেড-ডানলপ-সিআর অ্যাভিনিউ-সেন্ট্রাল মেট্রো-গিরিশ পার্ক-বিবেকানন্দ রোড-হাতিবাগান-শ্যামবাজার-বিটি রোড-সিঁথির মোড় হয়ে সারাদিনে বাসটি তিনবার যাতায়াত করবে। - শ্যামবাজার পয়েন্ট :
শ্যামবাজার-বারাকপুর কোর্ট-বিটি রোড-চিড়িয়ামোড়-রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়-সিঁথির মোড়-ডানলপ-টিটাগড়-সোদপুর হয়ে সারাদিনে দু'বার যাতায়াত করবে বাসটি। - গড়িয়াহাট পয়েন্ট :
গড়িয়াহাট-হাওড়া স্টেশন-দেশপ্রিয় পার্ক-রাসবিহারী ক্রসিং-হাজরা-এক্সাইড-পার্ক স্ট্রিট মেট্রো- মেয়ো রোড-আকাশবাণী হয়ে সারাদিনে বাসটি তিনবার যাতায়াত করবে।
গড়িয়াহাট-পর্ণশ্রী-দেশপ্রিয় পার্ক-রাসবিহারী-টালিগঞ্জ ফাঁড়ি-তারাতলা হয়ে সারাদিনে মোট তিনবার যাতায়াত করবে বাসটি।
গড়িয়াহাট-বেহালা চৌরাস্তা-দেশপ্রিয় পার্ক-চেতলা-তারাতলা হয়ে সারাদিনে তিনবার চলাচল করবে বাসটি ৷
আরও পড়ুন:মেট্রো স্টেশনে চায়ের স্টল; মিলবে ভিন্ন স্বাদের চা ও কফি
পাশাপাশি মেট্রোয় কেনাকাটা করতে আসা মানুষের ভিড় সামাল দিতে বিশেষ পরিষেবার ব্যবস্থা করেছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ৷ নর্থ-সাউথ মেট্রো করিডোরে চলতি মাসের প্রতি শনিবার ও রবিবার চলবে বিশেষ মেট্রো। 3 সেপ্টেম্বর থেকে এই মেট্রো পরিষেবা শুরু হয়ে গিয়েছে যা 29 সেপ্টেম্বর পর্যন্ত চলবে।