কলকাতা, 5 এপ্রিল : বাজারে পর্যাপ্ত জোগান থাকলেও নেই চাহিদা। তাই ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ডিম ব্যবসায়ীরা। অন্যান্য বছরে এই সময় সারা রাজ্যে প্রতিদিন প্রায় 2 কোটির বেশি ডিম বিক্রি হয়। বর্তমানে সেই সংখ্যাটা 1 কোটির কম।
দি কলকাতা এগ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজল দত্ত বলেন , "প্রতিদিন একটা বিরাট সংখ্যক ডিম খাবারের দোকান ও হোটেলে যায়। লকডাউনের জেরে বন্ধ রয়েছে ছোটো-বড় খাবারের দোকান ও হোটেল। তাই প্রচুর সংখ্যক ডিম দোকানগুলিতে পড়ে রয়েছে। বর্তমানে আমরা যে দামে ডিম কিনছি তার চেয়ে অনেক কম দামে ছেড়ে দিতে বাধ্য হচ্ছি। আমরা একটি পোলট্রির ডিম 5-6 টাকায় কিনলেও, তা বিক্রি করছি 3 টাকায়।"