পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আজ থেকে রাজ্যে টানা চারদিন আইনি বিয়ে বন্ধ, জানেন কারণ কী ? - আইনি বিয়ে

Registry Marriage in State: আজ থেকে রাজ্যে টানা চারদিন হবে না কোনও আইনি বিয়ে ৷ অপেক্ষায় থাকতে হবে প্রায় 1100 জন বিয়ের আবেদনকারীকে ৷

Registry Marriage
আইনি বিয়ে

By ETV Bharat Bangla Team

Published : Jan 2, 2024, 3:04 PM IST

কলকাতা, 2 জানুয়ারি: হিন্দু শাস্ত্রে পৌষ মাস হল মলমাস । শাস্ত্রীয় বিধি মেনে এই মাসে বিয়ের মতো শুভ কাজ হয় না । আর এই অবস্থায় মঙ্গলবার থেকে চারদিন বন্ধ থাকবে আইনি বিয়ে ৷ এমনটাই জানিয়েছে ম্যারেজ রেজিস্টার জেনারেল অফিস । তবে মলমাসের জন্য নয় ৷ আগামী 5 তারিখ পর্যন্ত চলবে ম্যারেজ রেজিস্ট্রেশন পোর্টালের রক্ষণাবেক্ষণ তথা আপগ্রেডেশনের কাজ । আর সেই কাজের জন্যেই এই চার দিন অফিস বন্ধ রাখার কথা বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে অফিসের তরফে ।

রাজ্যের ম্যারেজ রেজিস্ট্রেশনের সঙ্গে যুক্ত আইনজীবীদের এই মুহূর্তে কোনও রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রক্রিয়া না করার জন্য আবেদন করেছে ম্যারেজ রেজিস্টার জেনারেল অফিস । তবে রাজ্যে এ ধরনের টানা চারদিন ম্যারেজ রেজিস্ট্রেশন অফিস বন্ধ থাকা কার্যত নজিরবিহীন । সূত্রের খবর, এই চার দিনে রেজিস্ট্রেশনের জন্য প্রায় 1100টি আবেদন জমা পড়েছিল । এই আবেদনগুলিকে আপাতত স্থগিত করা হয়েছে ৷ রক্ষণাবেক্ষণের পর পোর্টাল চালু হলে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে ।

জানা গিয়েছে, 5 তারিখের পর রাজ্যের ম্যারেজ রেজিস্ট্রেশন অফিস নতুন বিজ্ঞপ্তি দেবে ৷ এই বিজ্ঞপ্তি অনুযায়ী কবে থেকে ফের আইনি বিয়ে চালু হবে তা জানানো হবে । 2023 সালের নভেম্বর মাস থেকে আইনি বিয়ে করার ক্ষেত্রে বায়োমেট্রিক বাধ্যতামূলক করা হয়েছে । সূত্রের খবর, এই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের ক্ষেত্রে পোর্টালে নিয়ে কিছু সমস্যা তৈরি হচ্ছে । সেই সমস্যা সমাধানের জন্যই পোর্টাল রক্ষণাবেক্ষণের কাজ করা হবে ৷ আপাতত আজ থেকে চারদিন পোর্টাল রক্ষণাবেক্ষণের কাজ চলবে । অতীতে কয়েক ঘণ্টার জন্য পোর্টাল বন্ধ থাকতে দেখা গিয়েছে । 4 দিন এভাবে বন্ধ থাকার নজির অতীতে নেই । সেই জায়গা থেকে এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিভিন্নমহল ।

আরও পড়ুন:

  1. আইনি বিয়ের নয়া নিয়ম না জানায় হয়রানির শিকার কনেরা, তাই 'মেহেন্দি লগাকে না রাখনা...!'
  2. করাচি-কন্যের কলকাতা কানেকশন, প্রেমিককে বিয়ে করতে ভারতে পাকিস্তানের জাভেরিয়া
  3. পছন্দের মানুষকে বিয়ে করা সাংবিধানিক অধিকার, বাধা দিতে পারে না পরিবারও: দিল্লি হাইকোর্ট

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details