কলকাতা, 13 জানুয়ারি : CAA নিয়ে উত্তপ্ত রাজ্য । সরব হয়েছে ছাত্র সংগঠনগুলি । দিন কয়েক ধরে ধর্মতলায় চলছে ধরনা । আজ সেই ধরনা মঞ্চ থেকে দিলীপ ঘোষের মন্তব্যকে হাতিয়ার করে বিরোধীদের কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । বললেন, "এটা উত্তরপ্রদেশ নয় বাংলা । এখানে আন্দোলনের ভাষা অন্য । হিংসা বা গুলি চালানোর জন্য অনেকেই প্ররোচনা দিচ্ছে । যদি রাজ্যে এরকম কিছু ঘটে, তাহলে দায়ি থাকবে প্ররোচনাকারীরাই ।"
আজ বিকেলে রানি রাসমণি অ্যাভিনিউতে দলীয় ছাত্র সংগঠনের ধরনা মঞ্চে উপস্থিত ছিলেন মমতা । সেখান থেকেই বিরোধী দলগুলিকে কার্যত সতর্ক করে দেন তিনি । বলেন, "আমি একজন রাজনৈতিক নেত্রী । গুলি চালাতে কি উৎসাহ দেব? বলছে, উত্তরপ্রদেশে যা করেছে ঠিক করেছে, বেঙ্গলে কেন হয়নি ? বেঙ্গলে হবে না । অনেকে তোমরা চাইছ বেঙ্গলে গুলি চলুক । তোমরা এটার জন্যই আন্দোলন আন্দোলন নাটক করে বেড়াচ্ছ । আর খেলে বেড়াচ্ছ । কোনও ঘটনা ঘটলে তোমাদের দায় থাকবে । তোমরাই প্ররোচনা দিচ্ছ ।"