পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গুলি চললে প্ররোচনাকারীরাই দায়ি থাকবে : মমতা - npr

গতকাল রানাঘাটের এক অনুষ্ঠানে দিলীপ ঘোষ বলেন, অসম, উত্তরপ্রদেশে আমাদের সরকার এই শয়তানদের কুকুরের মতো গুলি করে মেরেছে ৷ পশ্চিমবঙ্গেও একই নিয়ম প্রযোজ্য হবে। রাজ্য সভাপতির এই মন্তব্যে বিপাকে BJP । দিলীপের মন্তব্যের প্রসঙ্গেই আজ ধর্মতলার ধরনা মঞ্চ থেকে বিরোধীদের কটাক্ষ মমতার। বললেন, বাংলায় গুলি চলবে না। গুলি চললে দায়ি থাকবে প্ররোচনাকারীরাই ।

mamata
ছবি

By

Published : Jan 13, 2020, 8:56 PM IST

কলকাতা, 13 জানুয়ারি : CAA নিয়ে উত্তপ্ত রাজ্য । সরব হয়েছে ছাত্র সংগঠনগুলি । দিন কয়েক ধরে ধর্মতলায় চলছে ধরনা । আজ সেই ধরনা মঞ্চ থেকে দিলীপ ঘোষের মন্তব্যকে হাতিয়ার করে বিরোধীদের কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । বললেন, "এটা উত্তরপ্রদেশ নয় বাংলা । এখানে আন্দোলনের ভাষা অন্য । হিংসা বা গুলি চালানোর জন্য অনেকেই প্ররোচনা দিচ্ছে । যদি রাজ্যে এরকম কিছু ঘটে, তাহলে দায়ি থাকবে প্ররোচনাকারীরাই ।"

আজ বিকেলে রানি রাসমণি অ্যাভিনিউতে দলীয় ছাত্র সংগঠনের ধরনা মঞ্চে উপস্থিত ছিলেন মমতা । সেখান থেকেই বিরোধী দলগুলিকে কার্যত সতর্ক করে দেন তিনি । বলেন, "আমি একজন রাজনৈতিক নেত্রী । গুলি চালাতে কি উৎসাহ দেব? বলছে, উত্তরপ্রদেশে যা করেছে ঠিক করেছে, বেঙ্গলে কেন হয়নি ? বেঙ্গলে হবে না । অনেকে তোমরা চাইছ বেঙ্গলে গুলি চলুক । তোমরা এটার জন্যই আন্দোলন আন্দোলন নাটক করে বেড়াচ্ছ । আর খেলে বেড়াচ্ছ । কোনও ঘটনা ঘটলে তোমাদের দায় থাকবে । তোমরাই প্ররোচনা দিচ্ছ ।"

আন্দোলনের নামে যাতে হিংসাত্মক পরিস্থিতি তৈরি না হয় সেবিষয়ে স্পষ্ট বার্তা দেন মমতা । রাজ্যের বিরোধী দল ও কয়েকটি সংগঠন আন্দোলনের নামে হিংসাত্মক পরিস্থিতি তৈরি করছে বলে অভিযোগ করেন তিনি । মমতা জানান, "আমি এখনও বলছি, প্রশাসন তোমাদের সঙ্গে রয়েছে । কারণ এই আন্দোলনটা তাদেরও । তাদের পরিবারের সদস্যরাও সমর্থন করে । তাহলে তুমি কেন মারপিট করবে ? হিংসা করবে ? সন্ত্রাস চালাবে ?"

পরে ছাত্র-ছাত্রীদের উদ্দেশে মমতার বার্তা, "আমি জানি ছাত্র-ছাত্রীদের খুব কষ্ট হচ্ছে । আমি কাজে থাকি । কয়েকদিন ধরে ওদের কাছে আসছি । আজ ওরা আমার কোলে মাথা রেখে কাঁদছিল । কারণ আবেগে, আদর্শে, দর্শনের জন্য কাঁদছিল ।" ছাত্র সমর্থনকে হাতিয়ার করে CPM ও কংগ্রেসকে মমতার কটাক্ষ, "এই জিনিস তোমরা পাবে না CPM-কংগ্রেস । আর BJP তুমি জাহান্নামে যাও ।"

ABOUT THE AUTHOR

...view details