কলকাতা, 29 ডিসেম্বর : বর্ষবরণ উৎসবে কোথাও যাতে বাড়তি জমায়েত না হয়, তা নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে । নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । কোরোনা বিধি মেনে যাতে জমায়েত হয়, তা নিশ্চিত করার জন্য রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ দিল বিচারপতি মৌসুমি ভট্টাচার্য ও বিচারপতি কৌশিক চন্দের ডিভিশন বেঞ্চ ।
আদালতের বক্তব্য, বছর শেষে বহু মানুষ রাস্তায় বেরিয়ে পড়েছেন । এই সময়টা গোটা রাজ্যজুড়ে উৎসবের মেজাজ থাকে । বিভিন্ন জায়গায় ভিড় হচ্ছে বলে সংবাদমাধ্যমে নজরে আসছে । এই অবস্থায় কোরোনা-বিধি যাতে লঙ্ঘিত না হয় তা নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে । মাস্ক ব্যবহার বাধ্যতামূলক এবং স্যানিটাইজ়ারের ব্যবস্থা করতে হবে । পুলিশকে পুরো বিষয়ের উপর নজর রাখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ।
আরও পড়ুন : রাজ্যের পুজো মণ্ডপগুলিতে নো-এন্ট্রি ঘোষণার নির্দেশ হাইকোর্টের
সম্প্রতি অজয়কুমার দে একটি জনস্বার্থ মামলা করেছিলেন হাইকোর্টে । সেই মামলার পরিপ্রেক্ষিতেই আজ আদালত জরুরি ভিত্তিতে এই মামলার শুনানি করে । অজয়কুমার দে-র মামলার পরিপ্রেক্ষিতে এর আগে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, এই বছর কোনও পুজো মণ্ডপে দর্শক প্রবেশ করতে পারবে না । দুর্গাপুজোর পর কালীপুজো, জগদ্ধাত্রী ও ছটপুজোর জন্য একই নির্দেশ পরবর্তীতে বলবৎ করেছিল আদালত ।
পুজো সংক্রান্ত মামলাতেই বড়দিনের ছুটিতে যে ভিড় হয় সেই ব্যাপারে উল্লেখ করেছিলেন মামলাকারী । কিন্তু, বিচারপতি সঞ্জীব বন্দোপাধ্যায় ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ তখন জানিয়েছিল বড়দিন ও বর্ষবরণের উৎসব যেহেতু এখনও অনেক দেরি, তাই এই ব্যাপারে কোনও নির্দেশ দেয়নি আদালত ।