কলকাতা, 21 অক্টোবর : পুজো মামলায় রায় বহাল রাখল কলকাতা হাইকোর্ট । কোনও দর্শনার্থী মণ্ডপে প্রবেশ করতে পারবেন না । তবে আগের রায়ে আংশিক পরিবর্তনও আনল হাইকোর্ট । বড় মণ্ডপে উদ্যোক্তাদের একসঙ্গে 45জনের বেশি মণ্ডপে থাকতে পারবেন না । ছোটো মণ্ডপে 15 জনের বেশি প্রবেশে অনুমতি নেই । সিঁদুর খেলাতেও অনুমতি দিল না আদালত ।
বড় মণ্ডপগুলির ক্ষেত্রে সারাদিনে উদ্যোক্তাদের সর্বোচ্চ 60 জন পর্যন্ত প্রবেশের অনুমতি । তবে একসঙ্গে একইসময়ে 45 জনের বেশি উপস্থিত থাকতে পারবেন না । বড় পুজোয় প্রবেশের ক্ষেত্রে 60জনের তালিকা তৈরি করতে হবে । উদ্যোক্তাদের যাঁরা সংশ্লিষ্ট দিনে মণ্ডপের মধ্যে থাকবেন, তাঁদের নামের তালিকা মণ্ডপের বাইরে টাঙিয়ে দিতে হবে সকাল 8টার মধ্যেই । প্রতিদিন এই তালিকায় পরিবর্তন আনা যেতে পারে ।
300 বর্গমিটারের কম পরিমাপ যে মণ্ডপের, তার ক্ষেত্রে নিয়ম ভিন্ন । সেই ছোটো মণ্ডপগুলি সারাদিনে উদ্যোক্তাদের 15 জনের বেশি প্রবেশ করতে পারবেন না । একই সময়ে 10 জনের বেশি উপস্থিত থাকতে পারবেন না । এক্ষেত্রেও নির্দিষ্ট দিনের নামের তালিকা সকালেই তৈরি করতে হবে । নামের তালিকা রোজ পরিবর্তন করা যাবে ।
- মণ্ডপে কোনও দর্শনার্থী নয় ।
- 'নো এন্ট্রি' জ়োনে মণ্ডপের বাইরে দাঁড়িয়ে ঢাকিরা ঢাক বাজাতে পারবেন ।
- সমস্ত কোরোনা বিধি মানতে হবে মণ্ডপ চত্বরে ।
- সিঁদুর খেলাতেও 'না' আদালতের ।
পুজোয় ঠাকুর দেখার অনুমতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেক্ষত্রে বিধি-নিয়ম মানার নির্দেশও দিয়েছিলেন তিনি । তবে কোভিড প্যানডেমিকে পুজো মণ্ডপে ভিড় সংক্রমণ বাড়াতে পারে, এই আশঙ্কায় হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল । হাইকোর্ট নির্দেশ দেয়, কোনও দর্শনার্থী পুজো মণ্ডপে প্রবেশ করতে পারবেন না । প্রত্যেক পুজো মণ্ডপ 'নো এন্ট্রি' জ়োন । এরপর ফোরাম ফর দুর্গোৎসবের তরফে আদালতে এই রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করা হয় । তবে সেই আবেদনেও তেমন গুরুত্ব দিল না আদালত । আগের নির্দেশই বহাল রাখল ।