কলকাতা, 12 নভেম্বর : আজ থেকে 63 বছর আগে পাড়ার কয়েকজন মিলে শুরু করেছিল নব যুবক সংঘের কালীপুজো । যদিও পরে সেই পুজো প্রসিদ্ধ হয় কৃষ্ণ চন্দ্র দত্ত ওরফে ফাটাকেষ্টর কালীপুজো নামে । ফাটাকেষ্টর কালী প্রতিমা দর্শন করতে টলিপাড়ার বহু তারকাই আসেন এখানে । আসেন মুম্বইয়ের গায়ক-অভিনেতারাও । রাজেশ খান্না, অমিতাভ বচ্চন, আশা ভোঁসলে, উত্তম কুমার, মান্না দে'রা এসেছেন এই পুজোয় । বর্তমান সময়ে বাপি লাহিড়ী, প্রীতম, জিৎ গাঙ্গুলি থেকে সমস্ত গায়ক-অভিনেতা আসেন এই পুজোতে । তারকাখচিত এই পুজোতে এবছর আসছেন না কোনও তারকা।
আচার রীতিনীতি এক থাকলেও ফাটাকেষ্টর পুজোর জৌলুস কমেছে এবছর কোরোনা পরিস্থিতির জন্য । দেশের অন্যতম সেরা অভিনেতা অমিতাভ বচ্চন হিরের নাকছাবি দিয়েছেন এই ফাটাকেষ্টর পুজোর কালী প্রতিমাকে । মানুষের বিশ্বাস এই কালী প্রতিমার কাছে মানত করলে সেই মানত পূর্ণ হয় । তাই মানুষ দূর-দূরান্ত থেকে ছুটে আসেন এই কালী মায়ের কাছে পুজো দিতে । পুজোর দু'দিন আগেই বিশাল সমারোহে এই পুজোর উদ্বোধন হয় । টলি-বলির সেরা অভিনেতা, অভিনেত্রী, গায়করা আসেন পুজোর উদ্বোধনে । কিন্তু কোরোনা পরিস্থিতিতে অনেক কিছুর পরিবর্তন করতে হয়েছে উদ্যোক্তাদের ।