পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মে দিবসে মিলল না বুলেটিন, দীর্ঘক্ষণ বন্ধ থাকল স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটও

মে দিবসে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইট ফাঁকাই থাকল । হল না কোনও আপডেট । গতকাল রাজ্যের কোরোনা পরিস্থিতির আপডেট জানা গেল না রাত পর্যন্ত । খুলল না দপ্তরের ওয়েবসাইটও ।

kolkata
kolkata

By

Published : May 2, 2020, 11:19 AM IST

কলকাতা, 2 মে : নিজেদের ওয়েবসাইটে কোরোনা পরিস্থিতি নিয়ে আপডেট দেয় স্বাস্থ্য দপ্তর । যাতে জানা যায়, কোরোনা নিয়ে রাজ্যের সর্বশেষ পরিস্থিতি । কিন্তু গতকাল স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে পাওয়া গেল না কোনও তথ্য । বের হয়নি বুলেটিনও । এমনকী সন্ধের পর ওয়েবসাইটটিই আর খুলল না । যার পর থেকেই নানান প্রশ্ন উঠতে শুরু করে চিকিৎসক মহলে । চিকিৎসকদের একাংশ বলছে, মে দিবসে রাজ্যের কোরোনাও কি চলে গেছিল ছুটির মুডে ?

দেশজুড়ে বেড়ে চলেছে কোরোনা আক্রান্তের সংখ্যা । মৃতের সংখ্যা বাড়ছে । গতকাল স্বাস্থ্যমন্ত্রকের শেষ আপডেট অনুযায়ী, রাজ্যে কোরোনায় আক্রান্তের সংখ্যা 795, মৃতের সংখ্যা 33 । গতকাল পর্যন্ত সুস্থ হয়েছেন 139 জন । কেন্দ্রীয় সরকার ওয়েবসাইটে এই তথ্য আপডেট করলেও রাজ্য সরকারের ওয়েবসাইটে পাওয়া গেল বৃহস্পতিবারেরই তথ্য । 1 মে অর্থাৎ গতকাল এরাজ্যের পরিস্থিতি কোন অবস্থায় ছিল ? বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত রাজ্যে সক্রিয় COVID-19 আক্রান্তের সংখ্যা বেড়েছে ? না, নতুন কোনও COVID-19 আক্রান্তের খোঁজ পাওয়া গেছে? COVID-19-এ আক্রান্ত আরও কতজন সুস্থ হয়ে উঠলেন ? আর, গত 24 ঘণ্টায় COVID-19-এ মৃতের সংখ্যা কি বেড়েছে ? এই সংক্রান্ত কোনও তথ্যই রাজ্য আপডেট করল না ।

মে দিবসে ওয়েবসাইটে শুধুমাত্র বুলেটিন প্রকাশ করা হল না, তা নয় । স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটটি গতকাল সন্ধের পর থেকে খুললও না দীর্ঘ সময় ধরে । পেজ খুলতে গেলেই দেখা গেল, "দিস পেজ ইজ় আন্ডার কনস্ট্রাকশন । প্লিজ় চেক ব‍্যাক সুন ।" পরে গভীর রাতে ওয়েবসাইটটি খুললেও গতকালের বুলেটিন আপডেট হয়নি ।

গতকাল সন্ধের পর থেকে ওয়েবাইট খুলতে গেলে এই মেসেজটিই দেখায়

এবিষয়ে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তীর বক্তব্য জানতে চেয়ে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় । তবে, তাঁর বক্তব্য পাওয়া যায়নি ।

ABOUT THE AUTHOR

...view details