পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নগরপালের নির্দেশই সার, দুই মৃত্যুতেও হুঁশ ফিরল না শহরের

কালীপুজোর রাতে তুবড়ির খোল প্রাণ কেড়েছে দু'জনের । তবুও হুঁশ ফেরেনি মানুষের ।

কলকাতা

By

Published : Oct 29, 2019, 8:21 AM IST

Updated : Oct 29, 2019, 10:34 AM IST

কলকাতা, 29 অক্টোবর : দীপাবলির দিন বেঁধে দেওয়া হয়েছিল সময়সীমা । শব্দবাজি না ফাটানোর নির্দেশ দিয়েছিলেন কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা । কিন্তু সময়সীমা শেষ হওয়ার পর মাত্রা ছাড়ায় বাজির তাণ্ডব । মৃত্যু হয় দু'জনের । তারপর গতকাল ফের বিষয়টি কড়া হাতে দমন করার নির্দেশ দেন নগরপাল । কিন্তু কোথায় কি । কলকাতা থাকল কলকাতাতেই । এক শ্রেণির মানুষ দেদার ফাটালেন শব্দবাজি । প্রায় বিনা বাধায় । অবলীলায় ।

কালীপুজোর রাতে তুবড়ির খোল প্রাণ কেড়েছে দু'জনের । বেহালার বরিশায় ঠাকুমার সঙ্গে রাস্তায় বেরিয়ে প্রাণ গেছে শিশুর । না সে বাজি ফাটাচ্ছিল না । তুবড়ি ফাটাচ্ছিল অন্য কেউ । হঠাৎই একটি তুবড়ি ফেটে যায় । তার খোল গিয়ে বিঁধে যায় পাঁচ বছরের আদি দাসের গলায় । মৃত্যু হয় তার । ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রীর ফোন করেন নগরপালকে । বিদ্যাসাগর হাসপাতালে যান অনুজ শর্মা । তুবড়ির খোলেই প্রাণ যায় কসবার দীপকুমার কোলের । এক্ষেত্রেও তুবড়ি ফেটে গিয়ে খোলের টুকরো বিঁধে যায় গলায় ।

দেখুন ভিডিয়ো

দুই মৃত‍্যুর এমন ঘটনার পরও শিক্ষা নেয়নি শহর । 758 জনকে গ্রেপ্তারের পরও হুঁশ ফেরেনি কারও । গতকালও 8টা থেকে 10টা পর্যন্ত বাজি পোড়ানোর নিয়মের তোয়াক্কা না করে সন্ধ্যা থেকেই পুড়ল অসংখ্য নিষিদ্ধ বাজি ।

Last Updated : Oct 29, 2019, 10:34 AM IST

ABOUT THE AUTHOR

...view details