কলকাতা, 3 ফেব্রুয়ারি: কলকাতা হাইকোর্ট থেকে আপাতত রক্ষাকবচ পেলেন অনুব্রত মণ্ডল ৷ সিবিআই অনুব্রতর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না এখনই, বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার ৷ আদালতের এদিনের রায়ের ফলে আপাতত স্বস্তি পেলেন বীরভূমের এই তৃণমূল নেতা (CBI can not arrest Anubrata Mandal says Calcutta High Court) ৷
হাইকোর্টের এদিনের নির্দেশের ফলে আপাতত সিবিআই দফতরে হাজিরা দিতে হচ্ছে না অনুব্রত মণ্ডলকে৷ বীরভূমের এক বিজেপি কর্মী খুনের ঘটনায় এদিনই তাঁকে সিবিআই দফতরে ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা৷ তবে বিচারপতি এদিন বলেছেন, সিবিআই যদি মনে করে তদন্তের কারণে অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন তবে তাঁকে নতুন করে নোটিশ পাঠাতে পারে সিবিআই ৷ তাঁকে দুর্গাপুরের সিবিআই দফতরে ডেকে জিজ্ঞাসাবাদ করা যাবে । কিন্তু আদালতের পরিষ্কার নির্দেশ ভবিষ্যতেও আদালতের অনুমতি না নিয়ে অনুব্রতর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ সিবিআই করতে পারবে না । নির্দেশে বিচারপতি আরও জানান আপাতত সিবিআই তদন্ত চালিয়ে যাক, তাতে কোন সমস্যা নেই ।
ভারতীয় দণ্ডবিধির 160 নং ধারায় এদিন জেরার জন্য অনুব্রত মণ্ডলকে নোটিশ পাঠিয়েছিল সিবিআই ৷ অনুব্রতর আইনজীবী এদিন আদালতে বলেন, এই মুহূর্তে তিনি নানা রকম শারীরিক অসুস্থতা জনিত সমস্যায় ভুগছেন তিনি ৷ করোনায় আক্রান্ত হওয়ার ভয়েও রয়েছে । এই মুহূর্তে তিনি চিকিৎসাধীন ।