কলকাতা, 12 এপ্রিল: মুর্শিদাবাদের সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসকে সমর্থন করেছিল বামেরা ৷ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর অনুরোধে সাড়া দিয়ে জোটের কথা ঘোষণা করেছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ৷ কিন্তু, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সেরকমভাবে কোনও ঘোষিত জোট হবে না বলে বুধবার স্পষ্ট করলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷ তাঁর স্পষ্ট বক্তব্য, পঞ্চায়েত নির্বাচনে রাজ্যস্তরে জোট হবে না ৷ তবে, বামফ্রন্ট নিজেদের মতো করে লড়বে ৷
একইভাবে রাজ্যের বিজেপি, তৃণমূল বিরোধী এবং ধর্মনিরপেক্ষ সমস্ত গণতান্ত্রিক দল গোষ্ঠীকে ঐক্যবদ্ধ করা হবে ৷ সিপিএমের তরফে পঞ্চায়েত নির্বাচনের অধিকাংশ প্রস্তুতি সারা হয়েছে । কিছুটা বাকি আছে । যা আগামী এক দেড় সপ্তাহের মধ্যে সম্পন্ন করা হবে ৷ জেলা কমিটিগুলোকে সেই নির্দেশ দেওয়া হয়েছে ৷ ইতিমধ্যে কাজ শুরু হয়েছে ৷
সাগরদিঘি উপনির্বাচনের পর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী একাধিকবার জোটের পক্ষে আছেন বলে জানিয়েছিলেন ৷ কংগ্রেসের তরফে বামেদের সঙ্গে জোটে যেতে কোনও প্রকার বাধা নেই বলে উল্লেখ করেন অধীর ৷ কিন্তু, সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বক্তব্য অনেকটাই ভিন্ন ৷ তাঁর কথা অনুযায়ী, রাজ্যস্তরে সিপিএম বা বামফ্রন্টের সঙ্গে অন্য কোনও রাজনৈতিক দলের ঘোষিত জোট হবে না ৷ জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েতস্তরে এলাকাভিত্তিক তৃণমূল-বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল মানুষকে ঐক্যবদ্ধ করে লড়াই করবে বামেরা ৷