পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সেন্ট্রাল পার্কের গেটের ২০ মিটারের মধ্যে আন্দোলন নয়, হাইকোর্ট - Para teacher related news

পার্শ্বশিক্ষকদের তরফে আইনজীবী শামিম আহমেদ বলেন, "আমরা প্রথম থেকেই সেন্ট্রাল পার্কের গেট ছেড়েই বসে আছি । পাশাপাশি বিধান রায়ের মূর্তির পেছন দিকে জায়গা না থাকায় সামনের দিকে অল্প সংখ্যক শিক্ষক-শিক্ষিকা অবস্থান করছেন ।"

হাইকোর্ট

By

Published : Nov 23, 2019, 12:31 AM IST


কলকাতা, 22 নভেম্বর : সেন্ট্রাল পার্কের যে কোনও গেটের 20 মিটারের মধ্যে বসতে পারবেন না পার্শ্বশিক্ষকরা । পাশাপাশি নিয়মিত ট্রাফিক ব্যবস্থা যেন কোনওভাবেই ব্যাহত না করা হয়, নির্দেশ হাইকোর্টের । বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও কৌশিক চন্দর ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিল ৷ আজ মামলার শুনানিতে রাজ্যের তরফে AG কিশোর দত্ত আবারও এই অবস্থানের বিরোধিতা করে পার্শ্বশিক্ষকরা যাতে জায়গা ছেড়ে দেন সেই আর্জি জানান । ওই এলাকায় যাতায়াতের খুব সমস্যা হচ্ছে ৷

পার্শ্বশিক্ষকদের তরফে আইনজীবী শামিম আহমেদ বলেন, "আমরা প্রথম থেকেই সেন্ট্রাল পার্কের গেট ছেড়েই বসে আছি । পাশাপাশি বিধান রায়ের মূর্তির পেছন দিকে জায়গা না থাকায় সামনের দিকে অল্প সংখ্যক শিক্ষক-শিক্ষিকা অবস্থান করছেন ।"

রাজ্যের তরফে AG কিশোর দত্ত বলেন, "শিক্ষকরা আপত্তিকর বিভিন্ন কথা অবস্থান মঞ্চ থেকে বলছেন । এটা অবিলম্বে যেন বন্ধ করা হয়, সেই ব্যবস্থা করুক আদালত ।" বিচারপতি সঙ্গে সঙ্গে মন্তব্য করেন, "আমি কেন বলতে যাব ৷ আপনার সরকারকে বলুন ওই খানে সংবাদমাধ্যমের লোকজনকে ঢুকতে না দিতে । তাহলেই কিছু ছড়াবে না ।"

ABOUT THE AUTHOR

...view details