কলকাতা, 25 জুন:নগরায়নের চাকা তীব্র গতিতে ঘুরছে নিউটাউন উপনগরীতে। বিদ্যুৎ গতিতে বাড়ছে আকাশছোঁয়া বহুতলের সংখ্যাও। ফলে প্রায়ই দেখা যাচ্ছে সেই বহুতল থেকে পড়ে মর্মান্তিক পরিণতি বা কেউ এই বহুতলকেই বেছে নিচ্ছে আত্মহত্যার নিরাপদ স্থান হিসেবে। এই ঘটনার জেরে মাথা ব্যথা বাড়ছে পুলিশ প্রশাসনের। তাই আত্মহত্যা ও দুর্ঘটনা দুই রুখতেই এবার বহুতল নির্মাণে বিশেষ নিরাপত্তাবিধি জারি করল নিউটাউন-কলকাতা উন্নয়ন পর্ষদ (এনকেডিএ)।
পর্ষদ সূত্রে জানা গিয়েছে, অতীতে সুন্দর নকশাকাটা বহুতলের ব্যালকনির গ্রিল বা খোলা কাঁচের জানালা থাকায় শিশু পড়ে গিয়ে মর্মান্তিক পরিণতি হয়েছে। আবার অনেকেই আত্মহত্যার নিরাপদ স্থান হিসেবে এই খোলা জানালা বা ব্যালকনি বেছে নিয়েছে। তাই নয়া নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে বাড়ির শিশুদের নিরাপত্তার কথা মাথায় রেখে বহুতলের জানালা, বারান্দা এবং সিঁড়িতে গ্রিল লাগাতে হবে। গ্রিল লাগানোর সময় তার নকশার বিষয়ে সতর্ক হতে হবে আবাসিকদের। আড়াআড়ি নকশার গ্রিল বর্জন করতে হবে। কারণ আড়াআড়ি নকশার গ্রিল শিশুরা খুব সহজেই চড়তে পারবে। আর সেই গ্রিল চড়ে উঠে নীচে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে।