কলকাতা, 11 অগস্ট: নীতীশ কুমার রাজনীতির সম্পদ নয়, তিনি একটি দায় ৷ বিহারে নিজের শক্তিতেই সরকার গড়বে বিজেপি ৷ বুধবার একটি সংবাদ সংস্থাকে এমনই কথা বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu on Nitish Kumar) ৷
অষ্টমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন নীতীশ কুমার ৷ বিজেপির সঙ্গে জোট ভাঙার পর ফের লালুপ্রসাদ যাদবের আরজেডি, কংগ্রেস-সহ সাতটি দলের মহাগঠবন্ধনের অংশ হয়ে আরও একবার বিহারের মুখ্যমন্ত্রী পদে আসীন হয়েছেন জেডি(ইউ) সুপ্রিমো ৷ নীতীশের সঙ্গে প্রত্যাশামতোই উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন লালু প্রসাদ যাদবের ছোটছেলে তেজস্বী যাদব । (Nitish Kumar took oath as Bihar CM) ৷ আর নীতীশের শপথগ্রহণ অনুষ্ঠানের দিনই বিহারের রাজনীতি তথা নীতীশ কুমারকে নিয়ে মুখ খুললেন শুভেন্দু ৷ এদিন একটি সংবাদ সংস্থাকে তিনি বললেন, "বিহারে যা হয়েছে তাতে লাভবান হয়েছে বিজেপি । বিজেপি এবং প্রধানমন্ত্রী মোদির ভাবমূর্তিই নীতীশ কুমারকে 2020 সালে বিহারে সরকার গঠন করতে সাহায্য করেছিল ৷ নীতীশ কুমার রাজনীতির সম্পদ নয়, তিনি একটি বোঝা ৷ বিহারে নিজের শক্তিতেই সরকার গড়বে বিজেপি ৷"