পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Nitish Mamata Meeting: কংগ্রেসের সঙ্গে মমতার সম্পর্কের বরফ গলাতেই কি নবান্নে নীতীশ ! - উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব

সোমবার নবান্নে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের সঙ্গে বৈঠক করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ বিরোধী জোট নিয়েই সেই বৈঠকে তিন নেতার মধ্যে আলোচনা বলে সূত্রের খবর ৷

Nitish Mamata Meeting
Nitish Mamata Meeting

By

Published : Apr 24, 2023, 3:08 PM IST

নবান্নে নীতীশ কুমার ও তেজস্বী যাদবকে স্বাগত জানালেন মমতা বন্দ্যোপাধ্য়ায়

কলকাতা, 24 এপ্রিল: 2021 সালের বিধানসভা নির্বাচনে জয়ের হ্যাটট্রিক করার পর থেকেই কংগ্রেসকে চড়া সুরে আক্রমণ করতে দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসকে ৷ সম্প্রতি সাগরদিঘি উপ নির্বাচনে কংগ্রেসের কাছে হারের পর সেই আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়েছে ঘাসফুল শিবির ৷ স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, লোকসভা নির্বাচনে কি কংগ্রেস ও তৃণমূল কাছাকাছি আসবে ?

এই প্রশ্নের উত্তর খুঁজতে যখন ব্যস্ত রাজনৈতিক মহল, তখন সোমবার নবান্নে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে বৈঠক করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ মমতার সঙ্গে আরজেডি-র তেজস্বী যাদবের সম্পর্ক খুবই ভালো । বিরোধী ঐক্য নিয়ে বৈঠকে তাই লালুপুত্র তথা বিহারের উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে সঙ্গে নিয়ে এলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার । অতীতেও মমতার ইউনাইটেড ইন্ডিয়ার মঞ্চে দেখা গিয়েছিল লালুপুত্রকে ।

তাই এবার কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় নিজের সঙ্গে লালুপুত্রকে নিয়ে এলেন তেজস্বী যাদব । প্রসঙ্গত, এদিন দুপুর 1টার কিছু পরে কলকাতা বিমানবন্দরে পৌঁছান নীতীশ কুমার । তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুজিত বসু ।

সেখান থেকে সরাসরি নবান্নের উদ্দেশ্যে রওনা হয়ে যান এই দুই নেতা । নীতীশ কুমারের গাড়ির পেছনের সিটেই বসেন তেজস্বী যাদব ৷ তাঁদের নিয়ে গাড়ি নবান্নের উদ্দেশে রওনা হয় । প্রসঙ্গত, এদিন বিহারের মুখ্যমন্ত্রী সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীর বৈঠক নিয়ে গোটা দেশের চোখ রয়েছে পশ্চিমবঙ্গের দিকে ৷

কারণ, বিরোধী ঐক্যের ক্ষেত্রে এই বৈঠক ভীষণভাবেই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল । এই অবস্থায় দেখার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর নীতীশ কুমার অথবা মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কী প্রতিক্রিয়া দেওয়া হয় ।

সাম্প্রতিক অতীতে বিজেপিকে রুখতে সর্বভারতীয় ক্ষেত্রে বিরোধী শক্তিগুলির এক হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, একথা বারবারই বলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । ইতিমধ্যে বিরোধী ঐক্যের লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷

তবে কংগ্রেসের সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের, তা সরিয়ে রেখে জাতীয় ক্ষেত্রে আদৌ কি কাছাকাছি আসা সম্ভব এই দুই দলের ? রাজনৈতিক মহলে ঘুরছে এই প্রশ্ন ৷ আর এই অবস্থায় দেখার আজকে নীতীশ-মমতা বৈঠক থেকে শেষপর্যন্ত কোনও সমাধান সূত্র বের হয় কি না !

আরও পড়ুন:নজরে বিরোধী জোট, মমতা-নীতীশ বৈঠকের দিকে তাকিয়ে রাজনৈতিক মহল

ABOUT THE AUTHOR

...view details