কলকাতা, 29 অক্টোবর: এথিক্স কমিটির সামনে হাজিরা দেওয়ার সময় নেই ৷ অথচ সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় আছে ৷ সংসদে টাকার বিনিময়ে প্রশ্ন করার অভিযোগের বিষয়ে এ ভাবেই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে বিঁধলেন অভিযোগকারী নিশিকান্ত দুবে ৷
পূর্বনির্ধারিত কিছু কর্মসূচির কারণে এথিক্স কমিটির তলবে 31 অক্টোবর তিনি হাজিরা দিতে পারবেন না বলে জানিয়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ এরপর হাজিরার দিন বদলে দিয়ে আগামী বৃহস্পতিবার অর্থাৎ 2 নভেম্বর হাজিরা দেওয়ার জন্য তাঁকে তলব করে এথিক্স কমিটি ৷ এ প্রসঙ্গেই এ দিন ফের মহুয়া মৈত্রকে একহাত নেন তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ৷
এই নিয়ে এক্স হ্যান্ডেলে সংবাদমাধ্যমের কাছে আবেদন জানিয়ে তিনি লিখেছেন,
"মিডিয়ার সকল শ্রদ্ধেয় বন্ধুদের কাছে অনুরোধ করা যাচ্ছে যে, টাকা নিয়ে জাতীয় নিরাপত্তাকে বন্ধক রাখার ভ্রষ্টাচারের তদন্ত করছে লোকসভার এথিক্স কমিটি । কমিটির সামনে যা এসেছে তা গোপনীয় । অভিযুক্তের কমিটির কাছে যাওয়ার সময় নেই । কিন্তু মিডিয়ার কাছে সাক্ষাৎকার দেওয়ার মতো পর্যাপ্ত সময় তাঁর আছে ৷"
মহুয়া মৈত্রের সঙ্গে হিরানন্দানির বন্ধুত্বের বিষয়টি হলফনামাতেও রয়েছে বলে জানিয়ে নিশিকান্ত দুবে বলেন, "আজ পর্যন্ত আমি এই বিষয়ে কোনও মিডিয়াকে সাক্ষাৎকার দিইনি, এটা সংসদের মর্যাদা । অভিযুক্ত সাংসদের বন্ধু হিরানন্দানিজি । তিনি হলফনামায় অভিযুক্তের বিদেশ যাওয়া, থাকা, তাঁকে মূল্যবান জিনিসপত্র দেওয়া এবং যাতায়াতের খরচ (নগদ) দেওয়ার কথা উল্লেখ করেছেন । কমিটির রিপোর্টের জন্য আমাদের অপেক্ষা করা উচিত । এটা দল বা বিরোধী দল, নারী-পুরুষ নয়, জাতীয় সুরক্ষা, দুর্নীতি, সংসদের মর্যাদা এবং আমাদের সংসদ সদস্যদের আচার-আচরণের প্রশ্ন ৷ দয়া করে এ বিষয়ে সংসদকে সিদ্ধান্ত নিতে দিন ।"
আরও পড়ুন:মহুয়াকে ফের তলব এথিক্স কমিটির, 2 নভেম্বর হাজিরা দিতে বলা হল তৃণমূল সাংসদকে