কলকাতা, 14 মার্চ : নোভেল কোরোনা ভাইরাস ডিজ়িজ় (COVID-19)-এর সংক্রমণ সন্দেহে নয় মাসের এক শিশুকে গতকাল ভরতি করা হল বেলেঘাটা জেনেরাল (ID&BG) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে । শেষ খবর পাওয়া পর্যন্ত, এই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে কোরোনা সংক্রমণ সন্দেহে ওই শিশু-সহ চার জন ভরতি ।
কোরোনা সন্দেহে যাঁরা ভরতি রয়েছেন তাঁদের মধ্যে একজন পেরুর নাগরিক বছর ২৭-এর এক যুবক ৷ কাজের সূত্রে এদেশে এসেছিলেন ৷ গতকাল তাঁর সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । অন্য়দিকে সৌদি আরব থেকে কলকাতা ফেরত ৩৪-এর এক যুবকের সর্দি-কাশির উপসর্গ দেখা দেওয়ায় কোরোনা সন্দেহে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভরতি করা হয়েছে । এছাড়া বছর ৩২-এর এক যুবক কয়েকদিন আগে মায়াপুরে গিয়েছিলেন । হাসপাতাল সূত্রে খবর, হয়তো তিনি মায়াপুরের রং খেলেছিলেন । এরপরই তাঁর নাক থেকে জল পড়তে থাকে ৷ চিকিৎসার জন্য় আসেন এই হাসপাতালে । তাঁর অ্যাজ়মার সমস্যা আছে বলে মনে করছেন চিকিৎসকরা । কোরোনা সন্দেহে তাঁকেও হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে ৷ এদিকে, নয় মাস বয়সি যে শিশুকে গতকাল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভরতি করানো হয়েছে, তাকে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয়েছে । ওই শিশুর বয়স কম থাকার কারণে, তার মাকেও গতকাল বেলেঘাটা ID হাসপাতালে রাখা হয়েছে ।