কলকাতা, 21 সেপ্টেম্বর: আবারও বেসুরো গাইতে শুরু করলেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) ৷ তাঁর মতে, গেরুয়া শিবির ভবানীপুর উপনির্বাচনে (Bhabanipur By-poll) না-লড়লে সেটা খুব চমৎকার রাজনৈতিক আচরণ হত ৷ এখানেই শেষ নয়, বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছেন তিনি ৷ আর শুভেন্দু অধিকারীর সম্পর্কে রাজীব বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মতো জননেত্রীকে তাঁর মমতা বেগম ও ফুফা সম্বোধন ভাল চোখে দেখেনি রাজ্যবাসী ৷
গত বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর পথ অনুসরণ করে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তৎকালীন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ৷ পদ্মের টিকিটে ভোটে দাঁড়ালেও গো-হারান হারেন তিনি ৷ রাজ্যে ফের তৃণমূলের সরকার গঠনের পর থেকেই বিজেপির সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছেন রাজীব ৷ মুকুল রায়ের পথ ধরে তাঁর তৃণমূলে প্রত্যাবর্তনের জল্পনা আরও বেড়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে তাঁর সাক্ষাতে ৷ রাজনৈতিক মহলের ধারণা, এ বার ভবানীপুর উপনির্বাচন নিয়ে মুখ খুলে সরাসরি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা পাঠাতে চেয়েছেন তিনি ৷
রাজীব বলেছেন, "আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দিয়ে ঠিক করেনি বিজেপি ৷ যদি তারা ভবানীপুরে প্রার্থী না-দিত, তাহলে সেটা চমৎকার পলিটিকাল জেসচার হত ৷ কংগ্রেসের মতোই মুখ্যমন্ত্রীকে রাজনৈতিক সৌজন্য দেখানো উচিত ছিল বিজেপিরও ৷" ভবানীপুর উপনির্বাচনে বিজেপি ও সিপিআইএম মমতার বিরুদ্ধে প্রার্থী দিলেও লড়ছে না কংগ্রেস ৷
আরও পড়ুন: দলবিরোধিতায় এবার কড়া পদক্ষেপ বিজেপির, প্রথমেই নজরে রাজীব-সব্যসাচী
এ দিন বাবুল-সুপ্রিয় প্রসঙ্গেও উল্টো সুর শোনা গিয়েছে রাজীবের গলায় ৷ দিলীপ ঘোষের (Dilip Ghosh) বলা কিছু শব্দবন্ধই নির্বাচনে বিজেপির খারাপ পারফরম্যান্সের অন্যতম কারণ বলে দিনকয়েক আগেই দাবি করেছেন বাবুল সুপ্রিয় ৷ এ প্রসঙ্গে এ দিন রাজীব বলেন, "দিলীপদাকে নিয়ে বাবুল যা বলেছেন, তা নিয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না ৷ তবে আমাদের প্রচার প্রক্রিয়াতেও বিভাজন সংখ্যাগরিষ্ঠ ভোটার মেনে নিতে পারেননি ৷"