কলকাতা, 19 অক্টোবর:মোমিনপুর কাণ্ডে (Mominpur Incident) কলকাতা পুলিশের (Kolkata Police) কাছ থেকে যাবতীয় তথ্য চেয়ে পাঠাল জাতীয় তদন্তকারী সংস্থা (National Investigation Agency) বা এনআইএ (NIA) ৷ উল্লেখ্য, ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছেন কেন্দ্রীয় এই সংস্থার গোয়েন্দারা ৷ স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে তদন্তের কাজ শুরু করেছেন তাঁরা ৷ রুজু করা হয়েছে আলাদা মামলা ৷ এবার সেই মামলার ভিত্তিতেই কলকাতা পুলিশের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য চাইল এনআইএ ৷
প্রসঙ্গত, লালবাজারের তরফে ইতিমধ্যেই মোমিনপুর কাণ্ডে মোট পাঁচটি মামলা রুজু করা হয়েছে ৷ সেই সমস্ত মামলার ফাইল এবার খুঁটিয়ে দেখতে চায় এনআইএ ৷ সূত্রের দাবি, সংশ্লিষ্ট পাঁচটি মামলারই ফাইল কলকাতা পুলিশের কাছ থেকে চেয়ে পাঠিয়েছে তারা ৷ মোমিনপুরের ওই ঘটনার ঠিক পর পরই তদন্তে নেমে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কী কী সাক্ষ্যপ্রমাণ জোগাড় করেছিল, ঘটনার দিন স্থানীয় থানার কী ভূমিকা ছিল এবং কীভাবে অভিযোগ দায়ের করা হয়েছিল, তা বিস্তারিতভাবে খতিয়ে দেখবেন এনআইএ গোয়েন্দারা ৷ এমনকী, প্রয়োজন পড়লে তাঁরা কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গেও কথা বলতে পারেন বলে দাবি সূত্রের ৷