কলকাতা, 20 জুন: এবার অতিরিক্ত তীক্ষ্ণ বাহিনী পেতে চলেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির গোয়েন্দারা । সম্প্রতি এনআইএর ডিরেক্টর পদে আসীন হওয়ার পরেই কলকাতায় এসেছিলেন এনআইএর ডিজি দিনকর গুপ্তা । ন্যাশনাল ইউনিভেস্টিগেশন এজেন্সি সূত্রে জানা গিয়েছে, দিল্লি ও চেন্নাই-সহ একাধিক শহর থেকে এবার এ রাজ্যে আসতে চলেছেন অতিরিক্ত 20 জন দক্ষ এনআইএ গোয়েন্দা ।
এ রাজ্যে একাধিক তদন্তভার ইতিমধ্যেই গ্রহণ করেছে এনআইএ । সূত্রের খবর, এনআইএর 6 জন আধিকারিকের মধ্যে একেকজনের উপর গড়ে তিন থেকে ছটি করে মামলার তদন্তভার রয়েছে । ফলে এত কম সংখ্যক আধিকারিক নিয়ে এই রাজ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি তো দূরের কথা তদন্ত প্রক্রিয়াও সঠিকভাবে করা সম্ভব হচ্ছিল না । সম্প্রতি ডিজি দিনকর গুপ্তাকে এই বিষয়টি জানানো হয় এনআইএর তরফে । এরপরেই তিনি কলকাতায় এসে বিভিন্ন আধিকারিকদের সঙ্গে কথা বলেন ৷ এখনও পর্যন্ত বিভিন্ন ঘটনার তদন্ত প্রক্রিয়া কোন কোন পথে রয়েছে সেই সম্পর্কে খোঁজখবর শুরু করেন ।