পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হোয়াটসঅ্যাপ গ্রুপের সাংকেতিক ভাষা উদ্ধারের চেষ্টা, মিলল আরও দুই জঙ্গির খোঁজ - NIA searching for two more militants : source

নতুন করে 2 জঙ্গির নতুন করে খোঁজ পাওয়া গেছে । তারাও মুর্শিদাবাদের বাসিন্দা বলে সূত্রের খবর। তাদের একজনের নাম আনসারি।

NIA
NIA

By

Published : Sep 21, 2020, 11:50 AM IST

কলকাতা, 21 সেপ্টেম্বর: ধৃত জঙ্গিদের থেকে কথা বের করতে রীতিমতো ঝক্কি পোহাতে হচ্ছে গোয়েন্দাদের । সূত্রের খবর, তারা বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে তদন্তকারীদের । এদিকে গোয়েন্দাদের কাছে প্রধান হাতিয়ার হয়ে উঠেছে জঙ্গিদের হোয়াটসঅ্যাপ গ্রুপ। আর সেই গ্রুপ থেকেই আরও দুই জঙ্গির খোঁজ পাওয়া গেছে বলে সূত্রের খবর ।

নিজেদের মধ্যে তথ্য আদান প্রদানের জন্য হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ করেছিল জঙ্গিরা । সেই গ্রুপের নাম ছিল, "গজওয়াতুল হিন্দ ।" এই গ্রুপের সূত্র ধরেই জঙ্গি মডিউলের পর্দা ফাঁস করে NIA । জঙ্গিরা ভারতে "গাজওয়াতুল হিন্দ" প্রতিষ্ঠার লক্ষ্যে জেহাদ চালিয়ে যাচ্ছে । জঙ্গিদের কাছ থেকে অতীতে পাওয়া একাধিক কাগজপত্র দেখে এই বিষয়টি পরিষ্কার হয়েছে গোয়েন্দাদের কাছে । সেই চ‍্যাট গ্রুপের সমস্ত তথ্য হাতে পেতে চাইছে গোয়েন্দারা । তবে সেই গ্রুপ থেকে লক্ষ্য এবং কার্যকলাপ সংক্রান্ত তথ্য পাওয়া একটু কঠিন হচ্ছে । কারণ জঙ্গিরা ব্যবহার করত সাংকেতিক ভাষা। এই সংকেতগুলিই এখন বোঝার চেষ্টা চালাচ্ছে তদন্তকারীরা ।

অন্যদিকে যে দুই জঙ্গির নতুন করে খোঁজ পাওয়া গেছে তারাও মুর্শিদাবাদের বাসিন্দা বলে সূত্রের খবর। তাদের একজনের নাম আনসারি। কিন্তু কে এই আনসারি? সেকি পশ্চিমবঙ্গেরই নাকি কেরালার? বিষয়টি জানার চেষ্টা করছে NIA। আনসারি কায়দাতুল জিহাদের উপমহাদেশ শাখার অন্যতম শীর্ষ সদস্য বলে জানা যাচ্ছে । পাশাপাশি পাওয়া গেছে আরও একজনের নাম । কাশ্মীরের বেশকিছু ছবিও পাওয়া গেছে । তার যোগসূত্র খুঁজে পাওয়ার চেষ্টা চালাচ্ছে NIA।

ABOUT THE AUTHOR

...view details