কলকাতা, 21 জানুয়ারি: জাতীয় মানবাধিকার কমিশনের নির্দেশ মেনে কমিশনের কাছে 'অ্যাকশন টেকেন' রিপোর্ট জমা না-দেওয়ায় কলকাতার পুলিশ কমিশনারকে হুঁশিয়ারি দিল জাতীয় মানবাধিকার কমিশন। গত 17 জানুয়ারি পুলিশ কমিশনারকে ফের 4 সপ্তাহ সময় দিয়ে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন (NHRC Seeks Report from Kolkata Police Commissioner Within 4 Weeks)। এই 4 সপ্তাহের মধ্যে রিপোর্ট না-পেলে কমিশন হুঁশিয়ারি দিয়েছে যে, প্রোটেকশন অফ হিউম্যান রাইটস 1992 আইনের 13 নম্বর ধারা প্রয়োগ করে তাঁকে দিল্লিতে কমিশনের অফিসে যেতে বাধ্য করা হবে।
জাতীয় মানবাধিকার কমিশনের সাম্প্রতিক ইতিহাসে কলকাতার পুলিশ কমিশনারকে কোনওদিন এই ভাষায় কেউ চিঠি লেখেননি। পুলিশ কমিশনারকে মানবাধিকার কমিশন বলেছে তাঁকে আইন প্রয়োগ করে জবরদস্তি দিল্লি নিয়ে যাবে! সেখানে কমিশনের সামনে সশরীরে উপস্থিত হয়ে তাঁকে বক্তব্য জানাতে হবে। জাতীয় মানবাধিকার কমিশন কেন এত ক্ষুব্ধ হ'ল কলকাতার পুলিশ কমিশনারের উপর?
এপিডিআরের সাধারণ সম্পাদক রণজিৎ সুর বলেন, "গত 29 সেপ্টেম্বর এবং 13 অক্টোবর কলকাতার রাজাবাজার মোড়ে মানবাধিকার লঙ্ঘনের নানা ঘটনার প্রতিবাদে পথসভা করতে চেয়েছিল মানবাধিকার সংগঠন এপিডিআর। নিয়মমতো পুলিশকে জানিয়েই তা করার কথা ছিল ৷ পুলিশ তাতে কোনও আপত্তি জানায়নি। কিন্তু ঘটনা হল 29 সেপ্টেম্বর মিটিংয়ের জন্য জমায়েত হতেই পুলিশ এপিডিআর কর্মীদের গ্রেফতার করে আমহার্স্ট স্ট্রিট থানায় নিয়ে যায়। রাত পর্যন্ত আটকে রেখে তারপর ছেড়ে দেয়। একইরকমভাবে 10 অক্টোবরও এপিডিআরের সভা পুলিশ ভেস্তে দেয়। অথচ ওই এলাকায় কোনও নিষেধাজ্ঞা ছিল না। 144 নম্বর ধারা ছিল না।"