কলকাতা, 10 সেপ্টেম্বর:তাঁরা 'টান স্টোন গ্লোবাল' সংস্থার সঙ্গে হাত মিলিয়ে প্রায় 10টা অত্যাধুনিক প্রযুক্তির কম্পিউটার প্রদান করলেন (NGO Providing Computers to Specially Abled) শনিবার। 'টান স্টোন গ্লোবাল' সংস্থা মূলত সমাজের থেকে পিছিয়ে থাকা মানুষদের নিয়ে কাজ করে। বহুদিন ধরে বিশেষভাবে সক্ষম মানুষদের (Specially Abled) নিয়ে কাজ তাঁদের। শিক্ষাদানের পাশাপশি তাঁদের সমাজের মূল স্রোতে আনার চেষ্টা করেন তাঁরা।
কোভিডের আগে থেকে তাঁরা এই সংস্থার মানুষদের কম্পিউটার প্রশিক্ষণের (Computer Training) ব্যবস্থা করেছিল। কিন্তু তারপর তা বন্ধ হয়ে যায়। তবে ফের ওই ফাউন্ডেশন সংস্থার সহযোগিতায় তারা কম্পিউটার প্রশিক্ষণ শুরু করেন। সাই ফাউন্ডেশন তাদের হাতে প্রায় কয়েক লক্ষ টাকা তুলে দেয়। পাশাপাশি বর্তমানে তাদের 40টি ছাত্রছাত্রীর জন্য অত্যাধুনিক প্রযুক্তির কম্পিউটার তুলে দিলেন।