কলকাতা , 31 মে : আগামী 48 ঘন্টায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । জানাল আলিপুর আবহাওয়া অফিস । আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই ঝড়-বৃষ্টিতে গরম থেকে সাময়িক রেহাই পাওয়া যেতে পারে । যদিও ঝড়-বৃষ্টি মিটে গেলেই ফের তাপমাত্রার পারদ চড়বে । এর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।
আগামী 48 ঘণ্টায় কলকাতা ও দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা - rain
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 48 ঘণ্টায় কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে । যদিও ঝড়-বৃষ্টি মিটে গেলেই ফের তাপমাত্রার পারদ চড়তে পারে ।
আবহাওয়া দপ্তর সূত্রের খবর, রাজ্যের পূর্ব থেকে পশ্চিমদিক পর্যন্ত বিস্তৃত অঞ্চল জুড়ে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে । পাশাপাশি বিহারের নিচে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত । এর জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামীকাল ও পরশু বজ্রবিদ্যুৎসহ ঝড়ের সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, হাওড়া ও কলকাতায় ঝোড়ো হাওয়ার পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । পাশাপাশি আগামী 2 জুন থেকে বর্ষা ঢুকবে কেরালাতে যা কেরালা হয়ে ওড়িশা, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড ও দক্ষিণ পূর্ব ভারতে ছড়িয়ে পড়বে ।
তবে আগামী 48 ঘণ্টায় রাজ্যে নতুন করে তাপমাত্রা বৃদ্ধি পাবে না বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর । দিনের বেলা বাতাসে জলীয় বাষ্পের সঙ্গে অস্বস্তি বজায় থাকলেও, নতুন করে তাপমাত্রা বৃদ্ধি না হওয়ার কারণে বিকেল বা সন্ধ্যার পর অস্বস্তি অনেকটাই কমবে, এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে । আগামী 24 ঘণ্টায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।