পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আগামী 48 ঘণ্টায় রাজ্যজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা - rain

মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের ওপর একটি নিম্নচাপ রয়েছে । সেইসঙ্গে রয়েছে মৌসুমি অক্ষরেখা ৷ এদিকে, জামশেদপুর দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত ৷ এর জেরে রাজ্যে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে । ফলে আগামী 48 ঘণ্টা রাজ্যজুড়ে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানাল আবহাওয়া অফিস ৷

বৃষ্টির সম্ভাবনা

By

Published : Sep 11, 2019, 10:53 PM IST

কলকাতা, 11 সেপ্টেম্বর : কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস ৷ সেইসঙ্গে আগামী 48 ঘণ্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হতে পারে ভারী বৃষ্টিপাত ৷ আজ একথা জানালেন আলিপুর আবহাওয়াদপ্তরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় । মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের ওপর একটি নিম্নচাপ রয়েছে । সেইসঙ্গে রয়েছে মৌসুমি অক্ষরেখা ৷ এদিকে, জামশেদপুর দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত ৷ এর জেরে রাজ্যে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে । ফলে আগামী 48 ঘণ্টা রাজ্যজুড়ে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানাল আবহাওয়া অফিস ৷

আবহাওয়া অফিসের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, "আগামী 48 ঘণ্টায় উত্তরবঙ্গের বেশ কিছু জেলা যেমন আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে । এছাড়াও, আগামী 48 ঘণ্টায় কলকাতায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে । তবে, কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই ৷ স্বল্প থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কলকাতায় ৷ এছাড়াও, উত্তর 24 পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।"

আজ কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.5 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে দু'ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দু'ডিগ্রি বেশি । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details