কলকাতা, 6 মার্চ: গাড়ির মধ্যে তৈরি করা হয়েছিল গোপন কনসিল । উপর থেকে দেখলে বোঝার উপায় ছিল না, এমনটাও হতে পারে ৷ তার মাঝে ঢোকানো হয়েছিল গাঁজা ৷ এই ভাবেই চলছিল পাচার । কিন্তু ফাঁকি দেওয়া গেল না কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সকে । STF-এর সঙ্গে জঙ্গিপুর পুলিশের যৌথ তল্লাশিতে ধরা পড়ে গেল পাচারকারীরা । উদ্ধার হয়েছে প্রচুর গাঁজা ৷
গাড়িতে গোপন কনসিল ! অভিনব কায়দায় গাঁজা পাচার - মুর্শিদাবাদ
গাড়ির মধ্যে গোপন কনসিল তৈরি করে উত্তর পূর্ব ভারত থেকে কলকাতায় গাঁজা পাচারের চেষ্টা করছিল অসমের দুই বাসিন্দা ৷ কলকাতা পুলিশের STF তাদের গ্রেপ্তার করে ৷
গোপন সূত্রে খবর আগেই খবর ছিল কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের কাছে । উত্তর-পূর্বের রাজ্য আনা হচ্ছে প্রচুর গাঁজা । সেই সূত্রে নাকা তল্লাশি শুরু করে STF এবং জঙ্গিপুর পুলিশ । সুতি থানা এলাকায় জাতীয় সড়কে আটকানো হয় একটি AC গাড়ি । যার নম্বর WB02 H 9074 । গাড়িতে তখন ছিলেন বিদ্যুৎ ফুখন (28) বাড়ি অসমের গোলাঘাট এলাকায় এবং চন্দ্র কমল (40) অসমের নওগাঁয়ের বাসিন্দা এলাকায় । প্রাথমিক তল্লাশিতে কিছু পাওয়া না গেলেও সম্প্রতি একাধিক জায়গায় দেখা গেছে গাড়ির দরজার ফাঁপা অংশে লুকিয়ে আনা হচ্ছে ইয়াবা । সেই সূত্রে সেখানে তল্লাশি চালায় গোয়েন্দারা । পাওয়া যায়নি কিছুই । পরে গাড়ির মেকানিক ডেকে বিভিন্ন অংশ পরীক্ষা করা হয় । তাতে দেখা যায় গাড়ির নিচের অংশে তৈরি করা হয়েছে একটি কনসিল । সেই কনসিল খুলে ফেলতেই বেরিয়ে পড়ে 155.8 কেজি গাঁজা ।
পুলিশের দাবি, জেরায় ধৃতরা স্বীকার করে নিয়েছে ওই গাঁজা তারা মনিপুর থেকে কিনে কলকাতায় সাপ্লাই দিতে যাচ্ছিল । তবে যেভাবে গাড়ির তলার দিকে কনসিল তৈরি করা হয়েছিল তা দেখে তাজ্জব গোয়েন্দারাও । উদ্ধার হওয়া গাঁজা কার কাছে যেত তা নিয়ে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দারা ।