কলকাতা, 14 মার্চ:বাংলাদেশগামী যাত্রীদের জন্য সুখবর ৷ পড়শি দেশে যাওয়ার জন্য যে ভিসা তৈরি করতে হয়, এবার থেকে তাঁর সিংহভাগ কাজই সেরে ফেলা হবে এক ছাদের তলায় ৷ কারণ, কলকাতা স্টেশনে (Kolkata Station) চালু হয়ে গিয়েছে নয়া ভিসা তথ্যকেন্দ্রে এবং অনুসন্ধান কেন্দ্র (Visa Information and Enquiry Counter) ৷ ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে এবং দুই দেশের যাত্রীদের যাত্রা সুগম করতে এই নয়া বন্দোবস্ত ৷ এর ফলে যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে ৷
কলকাতা স্টেশনের এই তথ্যকেন্দ্র থেকে বাংলাদেশের ভিসা সংক্রান্ত সমস্ত তথ্য সহজে পাওয়া যাবে ৷ ভিসা পেতে কীভাবে আবেদন করতে হয়, কীভাবে আবেদনপত্র পূরণ করতে হয়, ভিসার জন্য কত টাকা জমা করতে হয় এবং সর্বোপরি ভিসা পেতে গেলে কী কী নথি প্রমাণপত্র হিসাবে পেশ করতে হয়, সেই সমস্ত তথ্য এখান থেকে পাওয়া যাবে ৷ এককথায় এটি হল, 'ওয়ান স্টপ কাউন্টার' ৷ এই ভিসা কাউন্টার খুঁজে পেতে যাতে যাত্রীদের যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য কলকাতা স্টেশনের বাংলাদেশের টিকিট কাউন্টারের ঠিক পাশেই এই নয়া তথ্যকেন্দ্র খোলা হয়েছে ৷ সম্প্রতি এই কাউন্টারের উদ্বোধন করেন বাংলাদেশের উপরাষ্ট্রদূত আন্দালিব ইলিয়াস ও পূর্ব রেলের শিয়ালদা শাখার আধিকারিকরা ৷