পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Vice-Chancellor of Aliah University : আলিয়ায় নয়া উপাচার্য পদে মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান - New VC of Aliah University

মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান আবু তাহের কামারউদ্দিনকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্য (New VC of Aliah University) হিসেবে নিযুক্ত হয়েছে ৷

New VC of Aliah
আলিয়ার নয়া উপাচার্য পদে মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান

By

Published : Apr 12, 2022, 7:23 PM IST

Updated : Apr 12, 2022, 8:24 PM IST

কলকাতা, 12 এপ্রিল : নতুন উপাচার্য পেল আলিয়া বিশ্ববিদ্যালয় ৷ মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান আবু তাহের কামাউদ্দিনকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্য (New VC of Aliah University) হিসেবে নিযুক্ত করা হয়েছে বলে রাজ্য মাদ্রাসা ও সংখ্যালঘু দফতরের তরফে জানানো হয়েছে ৷ মঙ্গলবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে দফতরের তরফে ৷

বর্তমানে মাদ্রাসা বোর্ডের সভাপতি পদে রয়েছেন আবু তাহের কামাউদ্দিন । ইতিমধ্যেই দফতর থেকে চিঠি পৌঁছেছে তাঁর কাছে । চিঠিতে তাঁকে দ্রুত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । এই বিশ্ববিদ্যালয়ের বিদায়ী উপাচার্য মহম্মদ আলির এদিনই ছিল এই পদে কাজের শেষ দিন ৷ ইতিমধ্যেই তিনি নিজের পুরনো কর্মস্থল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফেরার ইচ্ছে প্রকাশ করে চিঠি দিয়েছেন সেখানকার উপাচার্য সুরঞ্জন দাসকে ৷

আরও পড়ুন :ইটিভি ভারতের মুখোমুখি আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহম্মদ আলি

প্রসঙ্গত, দিনকয়েক আগে আলিয়া বিশ্ববিদ্যালয়ের বিদায়ী উপাচার্য মহম্মদ আলির ঘরে ঢুকে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং চড় মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল প্রাক্তন ছাত্রনেতা গিয়াসউদ্দিন মণ্ডল এবং তার দলবদলের বিরুদ্ধে । সম্প্রতি এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় । ঘটনার দু'দিন পর গিয়াসউদ্দিনকে গ্রেফতার করে পুলিশ ৷

Last Updated : Apr 12, 2022, 8:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details