কলকাতা, 12 এপ্রিল : নতুন উপাচার্য পেল আলিয়া বিশ্ববিদ্যালয় ৷ মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান আবু তাহের কামাউদ্দিনকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্য (New VC of Aliah University) হিসেবে নিযুক্ত করা হয়েছে বলে রাজ্য মাদ্রাসা ও সংখ্যালঘু দফতরের তরফে জানানো হয়েছে ৷ মঙ্গলবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে দফতরের তরফে ৷
বর্তমানে মাদ্রাসা বোর্ডের সভাপতি পদে রয়েছেন আবু তাহের কামাউদ্দিন । ইতিমধ্যেই দফতর থেকে চিঠি পৌঁছেছে তাঁর কাছে । চিঠিতে তাঁকে দ্রুত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । এই বিশ্ববিদ্যালয়ের বিদায়ী উপাচার্য মহম্মদ আলির এদিনই ছিল এই পদে কাজের শেষ দিন ৷ ইতিমধ্যেই তিনি নিজের পুরনো কর্মস্থল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফেরার ইচ্ছে প্রকাশ করে চিঠি দিয়েছেন সেখানকার উপাচার্য সুরঞ্জন দাসকে ৷