কলকাতা, 4 জানুয়ারি:নবকলেবরে আত্মপ্রকাশ করল কলকাতা মেট্রোর টোকেন । স্বাধীনতার 75তম বর্ষে আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে কলকাতা মেট্রো রেলের (Kolkata Metro) পক্ষ থেকে এই নতুন টোকেন তৈরি করা হয়েছে ৷ নতুন টোকেন বুধবার থেকেই সবকটি স্টেশনের কাউন্টারে পাওয়া যাচ্ছে । বহু যাত্রী স্মারক হিসেবে এই টোকেনগুলি নিজের সংগ্রহে রেখে দেওয়ার জন্যও কিনতে পারেন বলে মেট্রো রেলের তরফে জানানো হয়েছে ।
দেশের স্বাধীনতা 75 তম বর্ষে পদার্পণ করল । তাই এই উপলক্ষে বুধবার থেকে নতুন লোগো দিয়ে টোকেন বিক্রি শুরু হয়েছে কাউন্টার থেকে (New Token in Kolkata Metro to Celebrate 75th of Independence of India) । নতুন বছরে নতুন রূপের টোকেনগুলি গ্রিন লাইন ও ব্লু লাইনের সবকটি কাউন্টার থেকেই বিক্রি করা হচ্ছে বলে জানা গিয়েছে ৷ নতুন বছরে এই নতুন সাজের টোকেন হাতে পেয়ে যাত্রীরা স্বাভাবিকভাবেই আনন্দিত । নতুন টোকেন নিতে এদিন যাত্রীদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো ৷ যদিও ইতিমধ্যেই পার্পেল লাইনে বিক্রি হয়েছে কাউন্টার থেকে ।
Kolkata Metro Token: কলকাতা মেট্রো টোকেনেও আজাদি কা অমৃত মহোৎসব - 75তম স্বাধীনতাকে স্মরণীয় করতে নতুন মেট্রো টোকেন
স্বাধীনতার 75তম বর্ষ উদযাপনে নবরূপে প্রকাশিত হল কলকাতা মেট্রোর টোকেন (Kolkata Metro Token) ৷ চাইলে স্মারক হিসেবে আপনিও কিনে রাখতে পারেন এই টোকেন ৷
কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে, এই ধরনের এক লক্ষ টোকেন বিক্রি করা হবে । 75তম স্বাধীনতা দিবসকে যাত্রীদের মধ্যে স্মরণীয় করে রাখতে এর আগে মেট্রো স্মার্ট কার্ডে করা হয়েছিল আজাদি কা অমৃত মহোৎসব লোগো । আর এবার তা ফের করা হল টোকেনে ৷
প্রসঙ্গত, এর আগেও টোকেনে ব্র্যান্ডিং করা হয়েছে । ওই সময় দুটি বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল কলকাতা মেট্রোরেল । চলতি বছরের অগাস্ট মাসে আনুষ্ঠানিকভাবে ব্র্যান্ডিং-সহ টোকেনের টেমপ্লেট প্রকাশ করা হয় । ওই টোকেনগুলিও টিকিট কাউন্টার থেকে বিক্রি করা হয়েছিল ।
আরও পড়ুন :স্বাধীনতার পঁচাত্তর বছরে নব কলেবরে মেট্রোর স্মার্ট কার্ড