কলকাতা, 24 জুন:পৌরনিগম এলাকার নাগরিকদের বসবাসের জন্য সাধরণত চড়া হারে কর গুনতে হয় ৷ তার উপর সংযুক্ত এলাকার বাসিন্দাদের দিতে হয় বিএলআরও খাজনা ৷ এই খাজনা দিতে গিয়ে রীতিমতো ভুগতে হয় নাগরিকদের ৷ এবার নাগরিক সুবিধার্থে পৌর করের সঙ্গে এক ছাদের তলায় খাজনা দেওয়ার যাবে, এ কথা ঘোষণা করলেন কলকাতার পৌর কমিশনার বিনোদ কুমার ৷ শুক্রবার বণিকসভার একটি বৈঠকে এই সিদ্ধান্তের কথাই জানিয়েছেন তিনি ৷ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নমিত বাজরিয়া, অমিত সারদা-সহ অন্যান্যরা ।
এই অনুষ্ঠানে পৌর কমিশনার বলেন, "আমরাও বুঝতে পারছি এই খাজনা ও মিউটেশন নিয়ে কলকাতার সংযুক্ত এলাকার নাগরিকরা সমস্যার মুখে পড়েন । বিএলআরও খাজনা বা মিউটেশন বন্ধ আমরা করতে পারি না । সেটা করতে গেলে আদালতে মামলা হতে পারে । আমি তাই ভূমি ও ভূমি রাজস্ব দফতরের সচিবের সঙ্গে আলোচনা করা হয়েছে। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জিএসটি কাটার সময় যেমন এসজিএসটি এবং সিজিএসটি একসঙ্গে কাটা হয় । ঠিক তেমনই কলকাতা পৌরনিগমের কর ও বিএলআরও খাজনা একই জায়গায় দিতে পারবেন নাগরিকরা ৷ নাগরিক স্বার্থে এই উদ্যোগ । তারপর আমরা নিজেদের প্রাপ্য টাকা বুঝে নেব। এতে নাগরিক হেনস্তা কম হবে।"