পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Pavlov Hospital Issue : কোচবিহারে বদলি পাভলভের সুপার, এলেন মৃগাঙ্ক মৌলি কর - Pavlov Hospitals new Super Dr Mriganka Mouli Kar

বদলি করা হল পাভলভের সুপার গণেশ প্রসাদকে । তাঁর জায়গায় এলেন মৃগাঙ্ক মৌলি কর (Pavlov Hospitals new Super Dr Mriganka Mouli Kar)।

Pavlov Hospital Issue
পাভলভ হাসপাতাল

By

Published : Jun 23, 2022, 8:20 PM IST

Updated : Jun 23, 2022, 9:04 PM IST

কলকাতা, 23 জুন : পাভলভের সুপারকে বদলি করা হল কোচবিহারে । কোচবিহারের জেডি যক্ষ্মা হাসপাতালে বদলি করা হল গণেশ প্রসাদকে । পাভলভের নতুন সুপার হলেন মৃগাঙ্ক মৌলি কর (Pavlov Hospitals new Super Dr Mriganka Mouli Kar)।

গত দু'মাস ধরে পাভলভ হাসপাতালের বিরুদ্ধে উঠেছিল একাধিক অভিযোগ । আর্থিক দুর্নীতির পাশাপাশি আবাসিকদের উপর অযত্নের অভিযোগ ওঠে । দু'বার পাভলভ পরিদর্শনে আসেন স্বাস্থ্য ভবনের আধিকারিকরা । স্বাস্থ্যভবনে স্বাস্থ্য অধিকর্তার প্রশ্নের মুখোমুখিও হতে সুপার গণেশ প্রসাদকে । শো-কজও করা হয়েছিল তাঁকে । শো-কজের উত্তর সন্তোষজনক না-হওয়ায় কোচবিহারে বদলি করা হল পাভলভের সুপার গণেশ প্রসাদকে ।

আরও পড়ুন :মানসিক হাসপাতালগুলির পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে, পাভলভ প্রসঙ্গে মত মনোবিদদের

হাসপাতালে অস্বাস্থ্যকর পরিবেশের পাশাপাশি দেখা গিয়েছিল একাধিক চিত্র । স্বাস্থ্য দফতরের পর্যবেক্ষণ রিপোর্টে উল্লেখ করা হয়েছিল, হাসপাতালের অন্ধকার এবং স্যাঁতস্যাঁতে দু'টি মাত্র ঘরে 13 জন রোগীকে বন্ধ করে রাখা হয়েছিল । ঘর দু'টির অবস্থাও বিপজ্জনক । এছাড়াও হাসপাতালে নেই ডায়েট কমিটি । খাবারের মান নিয়ে যে অভিযোগ করা হয়েছে । এর প্রেক্ষিতে সুপার জানান, ওই ঘরগুলি সংস্কারের জন্য আগেই বলা হয়েছিল । সম্প্রতি তার অনুমোদন পাওয়া গিয়েছে । শীঘ্রই সংস্কারের কাজ শুরু করবে পিডব্লিউডি । জবাবি চিঠিতে সুপার এও উল্লেখ করেন, যে সব রোগী চর্মরোগে আক্রান্ত, তাঁরা চর্মরোগ বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে রয়েছেন । তবে সুপারের শো-কজের এহেন জবাবে 'সন্তুষ্ট' হয়নি স্বাস্থ্য দফতর । এরপরই তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে ।

প্রসঙ্গত, গত 17 মে অতিরিক্ত স্বাস্থ্য অধিকর্তা (মানসিক বিভাগ) পাভলভ হাসপাতালের ডায়েট কমিটির বৈঠকে যান ৷ সেখানে গিয়ে তিনি একটি অস্বাস্থ্যকর ঘরের মধ্যে 13 জন আবাসিক মহিলাকে বন্দি অবস্থায় দেখতে পান বলে অভিযোগ ৷ যা নিয়ে হাসপাতাল সুপার এবং দায়িত্বপ্রাপ্ত নার্সকে প্রশ্ন করা হলে, তাঁরা কোনও জবাব দিতে পারেননি বলে অভিযোগ ৷ এমনকী আবাসিকদের প্রতিনিধি অভিযোগ করেন, হাসপাতালে খাবারের মান খুবই খারাপ ৷ এ সব মিলিয়ে পাভলভ হাসপাতালের সুপার ড. গণেশ প্রসাদকে আগেই শো-কজ করা হয় ৷

এই পরিস্থিতিতে চিকিৎসকমহল এবং সাধারণের মধ্যে পাভলভের মতো বিশ্বমানের মানসিক হাসপাতালের অব্যবস্থা নিয়ে সমালোচনা শুরু হয় ৷ প্রশ্ন উঠছে, স্বাস্থ্য দফতরের নজরদারি নিয়েও ৷

Last Updated : Jun 23, 2022, 9:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details