কলকাতা, 11 মে : করোনা পরিস্থিতি সামাল দিতে শহর জুড় স্যানিটাইজেশনের ওপর জোর দিল কলকাতা পৌরনিগম । শহরে আরও বেশি মাত্রায় স্যানিটাইজেশন করতে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি কয়েকটি স্যানিটাইজার মেশিন আনা হয়েছে । কলকাতা শহরে যেসব এলাকায় করোনার সংক্রমণ সবথেকে বেশি সেখানে আজ থেকেই শুরু করে দেওয়া হয়েছে স্যানিটাইজেশন । আগামী কয়েকদিনে কলকাতা শহরে 144টি ওয়ার্ডে দেওয়া হবে এই অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি স্যানিটাইজার মেশিন ।
116 নম্বর, 117 নম্বর, 118 নম্বর, 82 নম্বর, 85 নম্বর ও 11 নম্বর ওয়ার্ডে ইতিমধ্যেই এই অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই স্যানিটাইজার মেশিনগুলি ব্যবহার শুরু করে দেওয়া হয়েছে । আজ আরও 34টি ওয়ার্ডের এই স্যানিটাইজার মেশিন দেওয়া হয় । ধাপে ধাপে কলকাতার 144টি ওয়ার্ডে দিয়ে দেওয়া হবে এই মেশিনগুলি । এই স্যানিটাইজার মেশিনগুলি ছোট হওয়ায় সহজেই বাড়ির ভেতর পর্যন্ত যেতে পারবে । ঘিঞ্জি বস্তিতে স্যানিটাইজার মেশিনগুলির সাহায্যে সহজেই জীবাণুনাশক স্প্রে করা যাবে । এই মেশিনগুলির তীব্রতা বেশি থাকায় অনেক বেশি উচ্চতা পর্যন্ত পৌঁছতে পারে ।