পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কলকাতা পৌরনিগমে নতুন স্যানিটাইজার মেশিন - কলকাতা পৌরনিগমে নতুন স্যানিটাইজার মেশিন

116, 117, 118, 82, 85 ও 11 নম্বর ওয়ার্ডে ইতিমধ্যেই এই অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই স্যানিটাইজার মেশিনগুলি ব্যবহার শুরু করে দেওয়া হয়েছে । আজ আরও 34টি ওয়ার্ডের এই স্যানিটাইজার মেশিন দেওয়া হয় ।

kolkata-municipal-corporation
kolkata-municipal-corporation

By

Published : May 11, 2021, 3:42 PM IST

কলকাতা, 11 মে : করোনা পরিস্থিতি সামাল দিতে শহর জুড় স্যানিটাইজেশনের ওপর জোর দিল কলকাতা পৌরনিগম । শহরে আরও বেশি মাত্রায় স্যানিটাইজেশন করতে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি কয়েকটি স্যানিটাইজার মেশিন আনা হয়েছে । কলকাতা শহরে যেসব এলাকায় করোনার সংক্রমণ সবথেকে বেশি সেখানে আজ থেকেই শুরু করে দেওয়া হয়েছে স্যানিটাইজেশন । আগামী কয়েকদিনে কলকাতা শহরে 144টি ওয়ার্ডে দেওয়া হবে এই অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি স্যানিটাইজার মেশিন ।

116 নম্বর, 117 নম্বর, 118 নম্বর, 82 নম্বর, 85 নম্বর ও 11 নম্বর ওয়ার্ডে ইতিমধ্যেই এই অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই স্যানিটাইজার মেশিনগুলি ব্যবহার শুরু করে দেওয়া হয়েছে । আজ আরও 34টি ওয়ার্ডের এই স্যানিটাইজার মেশিন দেওয়া হয় । ধাপে ধাপে কলকাতার 144টি ওয়ার্ডে দিয়ে দেওয়া হবে এই মেশিনগুলি । এই স্যানিটাইজার মেশিনগুলি ছোট হওয়ায় সহজেই বাড়ির ভেতর পর্যন্ত যেতে পারবে । ঘিঞ্জি বস্তিতে স্যানিটাইজার মেশিনগুলির সাহায্যে সহজেই জীবাণুনাশক স্প্রে করা যাবে । এই মেশিনগুলির তীব্রতা বেশি থাকায় অনেক বেশি উচ্চতা পর্যন্ত পৌঁছতে পারে ।

আরও পড়ুন : কোভিডের ঝুঁকি বেশি এবি এবং বি রক্তের গ্রুপের মানুষদের ! কাদের ঝুঁকি কম ?

কলকাতা পৌরনিগমের প্রশাসক মন্ডলীর সদস্য তারক সিংহ জানিয়েছেন, এর আগে 74টি স্যানিটাইজার মেশিন ছিল কলকাতার পৌরনিগমের । রক্ষণাবেক্ষণের অভাবে সেই যন্ত্রগুলি খারাপ হয়ে গিয়েছে । তাই শহরজুড়ে স্যানিটাইজেশন করার জন্য আরও ভাল মানের মেশিন কেনা হয়েছে । এগুলি শহরের প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে দেওয়া হবে । সেই সঙ্গে 74টি মেশিন খারাপ হয়ে পড়ে রয়েছে ৷ সেগুলো খুব দ্রুত সারিয়ে নেওয়া হবে । সেই সঙ্গেই এই নতুন স্যানিটাইজেশন মেশিনগুলির যাতে ঠিকমত রক্ষণাবেক্ষণ হয় তার জন্য কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details