কলকাতা, 15 সেপ্টেম্বর: ব্যস্ত রাস্তায় ট্রাফিক আইন লঙ্ঘন করলে এতদিন আইনের যাঁতাকলে পড়ে গাড়ি চালকের লাইসেন্স বাজেয়াপ্ত করত ট্রাফিক পুলিশ (Kolkata Traffic Police)। সেই লাইসেন্স ফিরে পেতে কখনও সংশ্লিষ্ট থানা, তো কখনও ট্রাফিক গার্ড বা কোনও কোনও পর্যায়ে আবার আদালত থেকে সংগ্রহ করতে হতো গাড়ি চালক বা সংশ্লিষ্ট গাড়ির মালিককে(Driving License)। যার ফলে হয়রানি হতে হত গাড়ি চালক বা গাড়ির মালিককে । এবার এই হয়রানি থেকে রেহাই দেওয়ার জন্য ই-কোর্ট, ই-চালানের ব্যবস্থা করল কলকাতা পুলিশ ।
বৃহস্পতিবার থেকেই শহরে ই-কোর্ট এবং ই-চালান(E Court E Challan) প্রক্রিয়া শুরু করা হয়েছে। তবে কলকাতা শহরের 25টি ট্রাফিক গার্ডের সব জায়গায় এই প্রক্রিয়া করা হচ্ছে না । আপাতত শুধুমাত্র পরীক্ষামূলকভাবে হেড কোয়ার্টার ট্রাফিক গার্ড, সাউথ ট্রাফিক গার্ড, হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ড এবং জোড়াবাগান ট্রাফিক গার্ড এলাকাতেই এই ব্যবস্থা শুরু করল লালবাজার । লালবাজারে সাংবাদিক সম্মেলন করে বিষয়টি জানান কলকাতা ট্রাফিক পুলিশের যুগ্ম নগরপাল সন্তোষ পান্ডে ।
আরও পড়ুন :শব্দ যন্ত্রণা থেকে মুক্তি, চড়া আওয়াজের সাইলেন্সর বন্ধে তৎপর জলপাইগুড়ি ট্রাফিক পুলিশ
এদিনের বৈঠকে তিনি জানান, এর জন্য যে শুধুমাত্র গাড়িচালকদের এবং গাড়ির মালিকদের সুবিধা হবে তেমনটা নয় ৷ বরং তাঁরা তাঁদের জরিমানার ধার্য যে টাকা সেটিও অনলাইনের মাধ্যমে কলকাতা পুলিশের ই চালান নামক একটি বিশেষ অ্যাপের লিঙ্কের মাধ্যমে জমা দিতে পারবেন ।
ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত নিয়ে নয়া নিয়ম কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের তবে এতদিন ধরে কলকাতা শহরের যে কোনও রাস্তায় ট্রাফিক আইন লঙ্ঘনকারী গাড়ির মালিকের বা চালকের ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করত ট্রাফিক বিভাগ(New Rule of Driving License Seized Issue)। কিন্তু বৃহস্পতিবার থেকে নয়া নিয়ম চালু হওয়ায় কলকাতার এই চারটি ট্রাফিক গার্ডের এলাকায় ট্রাফিক লঙ্ঘনকারী চালক বা মালিকের ড্রাইভিং লাইসেন্স আইনিভাবে বাজেয়াপ্ত হলেও তা জমা নিতে পারবে না পুলিশকর্মীরা । সংশ্লিষ্ট লাইসেন্সটি থাকবে গাড়ির চালক বা মালিকের কাছেই । কিন্তু সংশ্লিষ্ট গাড়ির লাইসেন্স নম্বর মিলিয়ে দেখলে এম পরিবহণে স্পষ্টভাবে দেখা মিলবে সংশ্লিষ্ট লাইসেন্সটির নামে শহরের কোন ট্রাফিক গার্ডের কোন রাস্তায় কি ধারায় কখন কোন সময় ট্রাফিক জরিমানা ধার্য করা হয়েছে । ফলে এবার থেকে ট্রাফিক আইন উলঙ্ঘনকারী গাড়ির মালিক বা গাড়ি চালকের লাইসেন্স আইনগতভাবে বাজেয়াপ্ত করা হলেও তা কোনভাবেই নিজেদের কাছে রাখতে পারবেন না পুলিশকর্মীরা ।
আরও পড়ুন :সদ্যোজাত-সহ মাকে উদ্ধার ট্রাফিক সারজেন্ট ও ওসির